বঙ্গবন্ধু পরিষদ কাতার কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বাংলাদেশের ৫৩তম বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার(২২ ডিসেম্বর) রাজধানীর নিউ জামান রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ফরিদুল হক।
যুগ্ম সাধারণ সম্পাদক ছালে মোহাম্মদ নুরুন নবীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম,মীর মোশাররফ হোসেন,শাহাদাত হোসেন নাছের,নুরুল আবছার বাবুল,হাজী নুর নবী,হাজী মোহাম্মদ হারুন,আবু তৈয়ব,ইঞ্জিনিয়ার আবু রায়হান,শফিকুল ইসলাম প্রধান,নুরুল কবির চৌধুরী,কমরেড ইসমাইল হোসেন,মহসিন খান,মুস্তাফিজুর রহমান রিপন,ইমন,পারভেজ,সাজ্জাদ,লোকমান হোসেন সহ আরও অনেকে।
উপস্থিত ছিলেন আওয়ামিলীগ,যুবলীগ,সেচ্ছাসেবকলীগ,জাসদ,ছাত্রলীগ ও বঙ্গবন্ধু পরিষদের অসংখ্য নেতাকর্মী।
পবিত্র কোরআন তিলাওয়াত ও দোয়া মোনাজাত করেন ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মোছাদ্দেকুর রহমান ও তাজুল ইসলাম।
এসময় বক্তারা আগামী ৭ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে, স্বাধীনতার প্রতীক,উন্নয়নের প্রতীক,স্মার্ট বাংলাদের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে পুনরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ভোটে বিজয়ী করার আহ্বান জানান।
সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম কাতারের আইনের প্রতি শ্রদ্ধা রেখে এলাকায় এলাকায় প্রচার সেল ও সূচি করার আহ্বান জানিয়েছেন।সভাপতি এস এম ফরিদুল হক সমাপনি বক্তব্যে হাজি মোহাম্মদ হারুনের নেতৃত্বে আগত বঙ্গবন্ধু পরিষদ নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে ভেদাভেদ ভুলে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের একতাবদ্ধ হয়ে কাতারে এক মাত্র কেন্দ্র অনুমোদিত সংগঠন বঙ্গবন্ধু পরিষদের ছায়াতলে কাজ করার আমন্ত্রণ জানান।