গত ২০শে মার্চ বুধবার লন্ডন আল-হামরা রেস্টুরেন্টে সন্দ্বীপ সমিতি ইউকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সন্দ্বীপ সমিতি ইউকের সাধারণ সম্পাদক সাইফুল আলম এবং আইনজীবী মনিরুজ্জামানের যৌথ সঞ্চালনায় সমিতির সভাপতি ইকবাল হোসেন বাবলু সভাপতিত্ব অনুষ্ঠান শুরু হয়। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আহমেদ কবির। পাউন্ডার প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মনির মাহমুদ অনুষ্ঠানে আগত সদস্য এবং অতিথিদেরকে স্বাগত জানান।
এ সময় সদস্যবৃন্দ, অতিথিবৃন্দ এবং কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবাই উৎসব মুখর আনন্দঘন পরিবেশে ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন। দেশীয় ইফতার লন্ডনে বসে সবাই মিলে করতে পেরে আনন্দ প্রকাশ করেন। ইফতার মাহফিল যেন একখণ্ড বাংলাদেশ পরিণত হয়েছে। প্রধান অতিথির বক্তব্য রাখেন গেটার চিটাগং অ্যাসোসিয়েশন এর পাউন্ডার প্রেসিডেন্ট ব্যারিস্টার মনোয়ার হোসেন।
এই সময় তিনি বলেন সন্দ্বীপ সমিতি ইউকের ২৪ বছরের ধারাবাহিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। সন্দ্বীপ সমিতি ইউকে গেটার চিটাগং অ্যাসোসিয়েশন এর আগে প্রতিষ্ঠিত হয়েছে মনির মামুদ এর হাত ধরে। মনির মাহমুদের অক্লান্ত পরিশ্রমে এই সমিতি দেশ-বিদেশে প্রশংসনীয় হয়েছে। সন্দ্বীপ সমিতি ইউকের নাম ব্যবহার করে ক্যাশ টাকা তোলে কিছু লোক সমিতির সুনাম ক্ষুন্ন করতেছে। এই ধরনের লোকদের থেকে সবাই দূরে থাকবেন। এরা কিছুদিন আগে সমিতির একাউন্ট জালিয়াতি করে একাউন্ট থেকে ৩০০০ পাউন্ড তুলে আত্মসাত করে। আমরা সাংবাদিক সম্মেলনের করে তিন জন কে বহিষ্কার করেছি । এই দুষ্ট লোক গুলো এখনো দুই নাম্বারি করেতে সক্রিয় আছে। সন্দ্বীপ সমিতি ইউকের অ্যাকাউন্ট ছাড়া কারো ব্যক্তিগত একাউন্টে, বা ক্যাশ টাকা না দেওয়ার জন্য অনুরুধ করছি। সিনিয়র এডভাইজার সেলিম চৌধুরী শুভেচ্ছা বক্তব্য রাখেন। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গেটার চিটাগং অ্যাসোসিয়েশন এর প্রেসিডেন্ট আক্তারউল আলম, সেক্রেটারী ওসমান ফয়সাল এক্স প্রেসিডেন্ট ইসহাক চৌধুরী, হাফেজ এম ডি মাসুদ আহম্মেদ, আজহারুল আজম এবং ফখরুল আলম প্রমূখ। দেশে ও বিদেশ সবার শান্তি কামনা করে দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন আহমেদ কবির। সমিতির সভাপতি ইকবাল হোসেন বাবলু উপস্থিত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্তি ঘোষনা করেন।