বঙ্গবন্ধু ১০৪ তম জন্মবার্ষিকী স্মরণ করলো বাংলাদেশ কনস্যুলেট দুবাই

সংযুক্ত আরব আমিরাতে দুবাইর বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে বঙ্গবন্ধু ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

গতকাল রবিবার সকালে দুবাই কনসুলেটের আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
 
কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের সভাপতিত্বে সভায় মিশন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বাংলাদেশ বিমান ও জনতা ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, দুবাই ও উত্তর আমিরাতের বাঙালী কমিউনিটির নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সকলের উপস্থিতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের সকল শহিদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের উন্নয়ন শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।