বিএনপির চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার ৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে ও সকল নিহত ছাত্র-জনতার স্বরণে সার্বজনীন দোয়া মোনাজাত ও তবারক বিতরণের আয়োজন করেছে বাংলাদেশ জাতীযতাবাদী পরিবার নিউ ইয়র্ক সিটি ।
আখতারুজ্জামান (হ্যাপি)র সভাপতিত্বে ও মাইন উদ্দিন নটু’র সঞ্চালনায় এতে প্রধান পৃষ্ঠপোষকতা করেন ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, পৃষ্টপোষক রেদওয়ানা সেতু, এয়ার আহম্মেদ পাটোয়ারী , এতে প্রাধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ সম্রাট , সন্মানিত অতিথি ছিলেন গিয়াস আহম্মেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিতা রহমান, আব্দুল বাতিন, মুক্তিযুদ্ধা আবুল মনসুর ও ডাক্তার আব্দুর সবুর, সহযোগিতায় মোয়াজ্জেম হোসেন , সিদ্দিক মিশরি, গউছুল হোসেন, কৃষিবিদ মো সোলায়মান, আনোয়ারুল আলম ভূঞা , মো ফুলমিয়া সহ অনেকে,
এসময় বক্তরা বলেন নি:শর্তে তারেক রহমানের সব মামলা তুলে নিতে হবে, খুব শীঘ্রই বীরের বেশে তারেক রহমান দেশে আসবে এবং তার নেত্রিত্বে এগিয়ে যাবে বাংলাদেশ ,
পরে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা ও ছাত্র আন্দোলনে শহীদদের সহ দেশ এবং জাতির কল্যাণ দোয়া মোনাজাত করা হয় , তবারক বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে