কাতারের ওয়াকরায় মুন্তাকিম সুপার মার্কেটের যাত্রা শুরু

কাতারের রাজধানীর অদূরে প্রবাসী বাংলাদেশী অধ্যূষিত পূর্ব ওয়াকরাহ এলাকায় বাংলদেশী দুই উদ্যোক্তা শফিকুল ইসলাম মামুন ও নাজমুল হোসেন মুরাদে-এর আপ্রাণ চেষ্টায় মুন্তাকিম সুপারমার্কেটের যাত্রা শুরু হলো।

শুক্রবার (১৭ মে ২০২৪) সুক আল ওয়াকরার উত্তর পাশে বাংলাদেশী ক্যাফটেরিয়া এবং বাংলাদেশী সেলুনের পাশে এ সুপার মার্কেটের উদ্বোধন করা হয়।

বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী ও কাতারি নাগরিকদের উপস্থিতিতে উদ্যোক্তাদের সাথে নিয়ে ফিতা ও কেক কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান ও মার্কেটের কাতারি স্পন্সর ফারেজ ফরিদ আল ইউসুফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সি.আই.পি রফিকুল ইসলাম হেলাল,কাতারি নাগরিক আব্দুল্লাহ আল মানাম ও আব্দুল্লা ইয়াকুব আল ইউসুফ।

উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তা শফিকুল ইসলাম মামুন জানান,কাতারে বাংলাদেশীদের তাজা শাক-সবজি,ফল-মু্ল,হিমায়িত সামুদ্রিক ও মিঠা পানির মাছসহ বিভিন্ন পণ্যসামগ্রীর চাহিদার কথা বিবেচনায় রেখে সুলভ মূল্যে বিক্রি করার প্রত্যয়ে আমাদের এই নবযাত্রা।

শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা এরফান।