কাটগড় ইসলামিয়া ফাযিল (ডিগ্রি)মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা ও ইফতার মাহফিল ২০২৪ সম্পন্ন।

চট্টগ্রাম সন্দ্বীপ’র অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাটগড় ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সাধারণ সভা এবং ইফতার মাহফিল ২০২৪ গত ২২ মার্চ শুক্রবার বিকেল পাঁচটায় নগরীর প্রিন্স অব চিটাগাং ক্লাবে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মুসলেহ উদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ সাহাদাত হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব বিশিষ্ট ইসলামি স্কলার হযরত এবিএম ছিদ্দিকুল্লাহ সাহেব। বিশেষ অতিথি ছিলেন কাটগড় ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক হযরত একেএম রফিকুল মাওলা মোকাররম। প্রাক্তন ছাত্র সমাজ গবেষক ড.আকবর হোসাইন, কাটগড় মাদ্রাসা’র আরবি প্রভাষক হযরত খবিরুল ইসলাম, হযরত ছানা উল্লাহ, চট্টগ্রাম মেরিন একাডেমি কলেজ’র প্রিন্সিপাল শেখ মোহাম্মদ নাসির উদ্দীন, ফেনী ক্যাডেট কলেজের অধ্যাপক মিজানুর রহমান।

অনুষ্ঠানে কিতাবুল্লাহ পাঠ করেন মুহাম্মদ ইসমাইল হোসেন এবং সামছুল মাওলা শরীফ। ইসলামী সংগীত পরিবেশন করে ইব্রাহীম বিন ইয়ামিন এবং ফয়সাল বিন ফারুক। প্রথম পর্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বার্ষিক প্রতিবেদন পেশ করে সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ সাহাদাত হোসাইন, গঠনতন্ত্রের খসড়া পাঠ করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি ফরিদ উদ্দিন নিজামী। সংখ্যাগরিষ্ঠ সদস্যের কন্ঠ ভোটে সাধারণ সভায় সংগঠনের গঠনতন্ত্র পাশ হয়। দ্বিতীয় অধিবেশ দোয়া ও ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোসলেহ উদ্দিন, অক্সিজেন জামে মসজিদের সম্পাদক ও আমানী ফাউন্ডেশন’র আহবায়ক জহিরুল ইসলাম জন্টু, আবিজাহান জামে মসজিদের খতিব হযরত আবদুল হান্নান, মুহাম্মদ আলী, অধ্যাপক মাহবুব এলাহী, প্রভাষক মাকসুদুর রহমান, গার্মেন্টস্ ব্যবসায়ী মুহাম্মদ মনির উদ্দিন,কাজী এহছান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট ইসলামি স্কলার চট্টগ্রাম বিশ্ববিদ্যাল কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব হযরত এবিএম ছিদ্দিকুল্লাহ সাহেব দ্বীনের প্রচার ও প্রসারে মাদ্রাসা শিক্ষার উপর জোড় দিতে আহবান জানান। দ্বীনি এবং আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে মাদ্রাসার ছাত্ররা বর্তমানে দেশ বিদেশে বিভিন্ন পেশায় যুক্ত রয়েছে। এবং কর্মক্ষেত্রে সফলতার সাক্ষর রাখছে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। ছাত্র – ছাত্রীদের সার্বিক উন্নয়নের পাশাপাশি মাদ্রাসার অবকাঠামো উন্নয়নেও কাজ করার ঘোষণা বক্তাদের। সন্দ্বীপ কাটগড় ইউনিয়নে ১৯০০ সালে কতিপয় দ্বীন দরদী এবং উদার মনের অধিকারী ব্যক্তি এ মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ১৯৭৪ সালে নদী ভাংগনের ফলে গাছুয়া ইউনিয়নের কতিপয় উদারতা মনের অধিকারী ব্যক্তি সাদকায়ে জারিয়ার নিমিত্তে মাদ্রাসাটি ১৯৭৫ সালে গাছুয়া ইউনিয়নে স্থানান্তর করেন। প্রতিষ্ঠার পর হতে অত্র মাদ্রাসার ছাত্ররা বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অবদান রেখে আসছে। ২০১২ সালের নয় সেপ্টেম্বরে অত্র মাদ্রাসার প্রাক্তন কতিপয় মেধাবী ছাত্র এবং পেশাজীবীদের আন্তরিক প্রচেষ্টায় প্রাক্তন এবং অধ্যায়নরত ছাত্র – ছাত্রীদের ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখা, জরুরী মুহুর্তে সম্মিলিতভাবে সহযোগিতা করা এবং মাদ্রাসা শিক্ষার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে নগরীর রাজমুকুট কমিউনিটি সেন্টারে এ সংগঠন গঠন করে । প্রতিষ্ঠার পর হতে দেশ বিদেশে বিভিন্ন পেশার সাথে যুক্ত অত্র মাদ্রাসার প্রাক্তন ছাত্ররা অধ্যায়নরত ছাত্র- ছাত্রী এবং শিক্ষক মন্ডলীর উন্নয়নে কাজ করে আসছে। শিক্ষা সামগ্রী বিতরণ, চিকিৎসা সহায়তা, বৃত্তি ও সম্মাননা প্রদানসহ শিক্ষার গুনগত মান উন্নয়নে কাজ করছে সংগঠনটি। অনুষ্ঠানে ছাত্রদের শিক্ষা ও মাদ্রাসার অবকাঠামো উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনের নেতারা। অত্র মাদ্রাসা প্রতিষ্ঠার সাথে জড়িত প্রয়াত ব্যক্তিবর্গ, শিক্ষক, ছাত্র – ছাত্রীসহ সমস্ত মুসলিম উম্মাহ’র কল্যাণের জন্য দোয়া করেন প্রধান অতিথি বিশিষ্ট ইসলামি স্কলার হযরত এবিএম ছিদ্দিকুল্লাহ সাহেব।