আন-নিদা ইসলামিক একাডেমি উদ্বোধন

চট্টগ্রাম মৌসুমী আবাসিক এলাকায় আন নিদা-ইসলামিক একাডেমি উদ্বোধন অনুষ্ঠিত হয়। জিয়া উদ্দিন আল আজাদের সঞ্চালনায় সভাপতিত্ব করেন চন্দনাইশ চৌধুরী পাড়া দারুল উলুম মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা হাসেম।

প্রধান অতিথীর বক্তব্য রাখেন সাবেক ওমর গণি এম ই এস কলেজের অধ্যাপক ড.আ.ফ.ম খালিদ হোসেন এ সময় তিনি বলেন আমরা যখন পড়াশোনা শুরু করি তখন আমরা স্কুলে পড়লে, স্কুলের সাবজেক্ট গুলো পড়তাম৷ আর মাদ্রাসায় পড়লে মাদ্রাসার সাবজেক্ট গুলো পড়তাম। এখন আন-নিদা ইসলামিক একাডেমী এমন একটি প্রতিষ্ঠান যেখানে মাদ্রাসা সাবজেক্টের পাশাপাশি জেনারেল সাবজেক্ট গুলাও পড়ানো হয়। এখানে পড়লে আপনাদের বাচ্চাদেরকে চাইলে হাফেজ, মাওলানা ও মুফতির পাশাপাশি ডাক্তার,ইঞ্জিনিয়ার, এডভোকেটও করতে পারবেন।

বিশেষ অতিথীর বক্তব্য রাখেন হাটহাজারী আরবি সাহিত্য বিভাগের প্রধান মাওলানা আনোয়ার শাহ আযহারী, মাওলানা এহসান উল্লাহ আযহারী , মাওলানা ইব্রাহিম সাহেব প্রমুখ।