
হাটহাজারীতে সিলিন্ডার গ্যাসের আগুনে শেষ হয়ে গেছে দিনমজুর দুই সহোদরের পরিবারের মাথা গোঁজার ঠাই বসতঘর। কিনে আনা সিলিন্ডার গ্যাসের চুলায় আগুন দিতেই বসতঘরে আগুন ধরে যায়। আগুনের লেলিহান শিখা মুহুর্তেই জ্বালিয়ে দেয় মোঃ রুবেল ও রুমেনের বসতঘর। কোনমতে এক কাপড়ে বেরিয়ে প্রাণ রক্ষা হয় দুই পরিবারের।
অগ্নিকাণ্ডের ঘটনাটি সোমবার (২২ জানুয়ারি) রাতে হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নস্থ ৪নং ওয়ার্ডের রাজা ফকির পাড়া ওয়ালির বাড়িতে ঘটে। এতে দশ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ দুই সহোদর। তারা ওই বাড়ির মৃত জয়নাল আবেদীনের পুত্র।
সরেজমিনে ক্ষতিগ্রস্থ মোঃ রুমেন ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, রাত সাড়ে আটটার দিকে মোঃ রুবেলের রান্নাঘরের গ্যাসের চুলায় আগুন দিতে গিয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে সিলিন্ডার ক্রুটি (লিক) ছিল। খালাত ভাই মোঃ ইকবাল বলেন, সম্প্রতি তাদের বসতঘর পুনঃনির্মাণ হয়েছে। উভয়েই দিনমজুর। খবর পেয়ে ছুটে আসি। স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের প্রচেষ্ঠায় আগুন নিয়ন্ত্রণে আসলেও টিনসেড ও কাঠের আসবাবপত্র হওয়ায় নিমিষেই সব জ্বলে যায়। তবে সময়মত ফায়ার সার্ভিস না এলে পার্শবর্তী সব ঘর পুড়ে যেত।
এদিকে ঘটনার পর পর ছুটে আসেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, স্থানীয় চেয়ারম্যান জায়নুল আবেদীন, ইউপি সদস্য মোঃ বেলাল। তাৎক্ষণিক কিছু কম্বল ও নগদ টাকা ক্ষতিগ্রস্থদের হাতে তুলে উপজেলা নির্বাহী অফিসার। এদিকে সবাইকে ক্ষতিগ্রস্থদের পাশে দাড়াতে অনুরোধ করেন ইউপি সদস্য মোঃ বেলাল।