পেকুয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কক্সবাজারের পেকুয়ায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহলা চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

এসময় বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমেদ সিআইপি, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান আজিজুল হক, উম্মে কুলসুম মিনু,সহকারী কমিশনার (ভুমি) রুম্পা ঘোষ, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টচার্য্য, সদর ইউপির সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এড.কামাল হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার ছাবের হোসেন,ল সাবেক জেলা আ.লীগ নেতা আবু হেনা মোস্তফা কামাল চৌধুরী, এস.এম গিয়াস উদ্দিন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, সহসভাপতি সাইফুদ্দিন খালেদ, মহিউদ্দিন মুকুল, মগনামা ইউপির চেয়ারম্যান ইউনুস চৌধুরী, আ.লীগ নেতা সাংবাদিক জহিরুল ইসলাম, উজানটিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস.এম মাহবুবুল করিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.বারেক, সাংবাদিক শহিদুল ইসলাম হিরু, সাংবাদিক জালাল উদ্দিন, সাংবাদিক বেলাল উদ্দিন বিল্লাল।

এসময় উপস্থিত ছিলেন,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মাজেদ চৌধুরী, কৃষি কর্মকর্তা তপন কান্তি, মৎস্য কর্মকর্তা আমিন আনোয়ার, বারবাকিয়া ইউপির চেয়ারম্যান বদিউল আলম জিহাদি,সদর ইউপির চেয়ারম্যান বাহাদুর শাহ,রাজাখালী ইউপির চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল, উজানটিয়া ইউপির চেয়ারম্যান তোফাজ্জল করিম, শিলখালী ইউপির চেয়ারম্যান কামাল হোসাইন প্রমুখ।