ইউনিয়নের পর এবার পুরো উপজেলায় সেবা করতে নির্বাচনে বিবি ফাতেমা শিল্পী

আসন্ন হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে গুমানমর্দ্দন ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য বিবি ফাতেমা শিল্পী সদস্যের পদ থেকে পদত্যাগ করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রজাপতি প্রতীক নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তিনি।

রোববার (৫ মে) বিকেলে নিজ বাড়িতে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বিবি ফাতেমা শিল্পী বলেন, ইউনিয়নের পর এবার পুরো উপজেলার সেবা করতে বিশেষ করে অসহায় নির্যাতিত নারীদের পাশে দাড়াতে উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থী হয়েছেন বলে তিনি জানিয়েছেন সাংবাদিকদের। ২০১৬ সাল থেকে তিনি শহর থেকে নিজ বাড়িতে বসবাস শুরু করেন। শহরে যেভাবে অসহায় দরিদ্র মানুষের পাশে ছিলেন তেমনি নিজ এলাকায়ও এ কাজে জড়িয়ে পড়েন।করোনাকালীন সময়ে ঘরে বসে থাকেননি জীবনের পরোয়া না করে সাধ্যমত মানুষের পাশে দাড়িয়েছেন। ছিলেন বন্যাকবলিত মানুষের পাশে।

তিনি আরও বলেন, সমাজে অনেক অসহায়
নির্যাতিত গৃহবধূ কোরবানির সময় গরু, ছাগল, যৌতুকের অপমান সইতে না পেরে মারা যান পরে সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়, সেই নারীদের হয়ে তিনি কাজ করেছেন। বিচার পেতে করেছেন মামলায় সহযোগিতা। ২০২২ সালে সামাজিক কাজে অসামান্য অবদান রাখায় উপজেলা থেকে “জয়িতা’র কাতারে সামিল হয়েছেন। বিগত দিনে যারা মহিলা ভাইস চেয়ারম্যান ছিলেন তাদের মানুষ কাছে পায়নি। মানুষ তাদের উপর মনক্ষুন্ন। মানুষ চায় জনপ্রতিনিধিরা তাদের পাশে থাকুক। কেবল
জনগণের জনপ্রতিনিধি হিসেবে নয় জনগণের বন্ধু হয়ে থাকতে চান উল্লেখ করে আগামী ২১ মে প্রজাপতি প্রতীকে ভোট দিয়ে তাকে জয়যুক্ত করার
অনুরোধ জানান হাটহাজারীবাসীর প্রতি।