
‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই স্লোগান সামনে রেখে সারাদেশের ন্যায় চট্টগ্রাম হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার ভূমি কার্যালয় প্রাঙ্গণে ভূমিসেবা সপ্তাহ-২০২৪ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০জুন) সকালে ফিতা কেটে ও আলোচনা সভার মাধ্যমে এ ভূমি সেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ভূমি সেবায় সাধারণ মানুষকে সচেতন করতে ৮জুন থেকে ১৪জুন পর্যন্ত এই সেবা সপ্তাহ চলবে। ভূমি সেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠানে হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার ভূমি মেহেরাজ শারবীন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম মশিউজ্জামান।
নাজির অমিদ সেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে, সোনালী ব্যাংক হাটহাজারী শাখার ব্যবস্থাপনা পরিচালক যাদব চন্দ্র দাশ। ভূমি সহকারীদের পক্ষে বক্তব্য রাখেন রমিজ উদ্দিন।
এসময় বক্তারা বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ করার ঘোষণা কার্যকর করতে জনগণের দোড় গোড়ায় সেবা পৌঁছে দিতে স্মার্ট ভূমি সেবা উদ্যোগ গ্রহন করা হয়েছে। এতে করে মানুষের দূর্ভোগ কমবে এবং ভোগান্তি লাগব হবে। ভূমি সেবাকে দালাল মুক্ত করতে এই ব্যবস্থা অত্যন্ত যুগান্তরকারী পদক্ষেপ হিসাবে বক্তারা আখ্যায়িত করেন।
আলোচনা সভা শেষে হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের পক্ষ থেকে উপস্থিত সকলের মাঝে ভূমি সেবা সম্পর্কিত বিভিন্ন লিফলেট ও বই বিতরণ করা হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিস কর্মকর্তা কর্মচারী এবং সেবা গ্রহীতাবৃন্দ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মোঃ নিজাম উদ্দিন।