সেবা দিয়ে শুরু হলো সীতাকুণ্ডে ভূমি সেবা সপ্তাহ

ভূমি সেবা গ্রহীতাদের সেবা প্রদানের মধ্য দিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ। “স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো এই উপজেলাও একগুচ্ছ কর্ম পরিকল্পনা হাতে নিয়েছে।

 

শনিবার (৮ জুন) সকাল থেকেই সীতাকুণ্ডে উপজেলা ভূমি অফিসে ভুমি সেবা সপ্তাহ উপলক্ষে নানা আয়োজন করা হয়। এর মধ্যে ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার অংশ হিসেবে ই-নামজারী, ভূমি উন্নয়নকরসহ নানাবিধ সুযোগ সুবিধা সম্পর্কে গ্রাহকদের জানাতে এবং সহজে সেবা পেতে করণীয় অবগত করতে কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন বিকাল ৩টায় পায়রা উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন।
অনুষ্ঠানে ভূমি কার্যালয়ের বাইরে স্থাপিত একই ছামিয়ানার নিচে ভূমি নামজারির সকল আয়োজন রাখা হয়। অনলাইনে কিভাবে খাজনা দাখিলা দিতে হয়, কিভাবে নামজারি অনলাইনে আবেদন করতে হয়, কানুনগো, সার্ভেয়ারসহ নানা প্রক্রিয়া শেষে কিভাবে খতিয়ান মেলবে এসব বিষয়ে স্টল সাজিয়ে সেবাগ্রহীতাদের জানানোর আয়োজন করা হয়। এতে নিয়োজিত ছিলেন ভুমি অফিসের সব কর্মকর্তা-কর্মচারী। সার্বিকভাবে সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন নির্দেশনা দেন।

এছাড়াও ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী দিনে এসিল্যাণ্ডের সাথে সরাসরি দেখা করে মূল দলিল, ওয়ারিশ সনদ, খাজনা দাখিলাসহ অন্যান্য কাগজপত্র সাথে নিয়ে নামজারি, মিছ কেসসহ অন্যান্য সেবা গ্রহণ করেন অনেকে। এসময় সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন তার দপ্তরে কর্মরতদের কেবল ১১৫০ টাকা ডিসিআর ফি ছাড়া বাড়তি কোন অর্থ যেন কাউকে খরচ করতে না হয় সে ব্যাপারে কড়া নির্দেশনা দেন। দিনভর শতাধিক সেবাপ্রার্থী সহজে ভূমি সেবা গ্রহণ করে হাসিমুখে বাড়ি ফেরেন। এই ভূমি সেবা সপ্তাহ চলবে আগামী ১৪ জুন পর্যন্ত।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আলোচনা সভায় অংশ নেন নানা শ্রেণি পেশার মানুষ। এতে আলোচনা করেনি এসিল্যাণ্ড আলাউদ্দিন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিসার মো. হাবিবুল্লাহ, প্রেস ক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী প্রমুখ।

এসিল্যাণ্ড আলাউদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমরা কাজ করে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ করতে হলে স্মার্ট ভূমি সেবা অত্যাবশক। ভূমি সংক্রান্ত সকল সেবা দুর্নীতি ও হয়রানিমুক্তভাবে জনসাধারণের দোর গোড়ায় পৌঁছে দেয়া স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের একটি অন্যতম ক্ষেত্র। এসময় পরের দিন উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা আয়োজন করার কথাও জানান তিনি। যেখানে ভূমি সম্পর্কে শিক্ষার্থীরা জানতে পারবে।