অনলাইনে মিথ্যা বানোয়াট সংবাদ পরিবেশন করে সম্মানহানি করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

একটি পত্রিকা ও অনলাইনে মিথ্যা, বানোয়াট, কুউদ্দেশ্যমূলক নিউজ প্রচার করে সামাজিকভাবে সম্মানহানি করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট ফতেয়াবাদ এলাকার বণিক পাড়ার বাসিন্দা ভুক্তভোগী বিপুল বণিক গং। সে ওই এলাকার দয়াল হরি বণিকের পুত্র।

শনিবার (২২জুন) দুপুরে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে লিখিত বক্তব্যে বিপুল বণিক বলেন, মানু দাস নামে এক ব্যক্তি তাদের পৈত্রিক সম্পত্তি দখলে দীর্ঘ তিন বছর ধরে পাঁয়তারা করে আসছেন। জবাবে বিপুল বণিক হাটহাজারী মডেল থানায় মানু দাসের বিরুদ্ধে অভিযোগ ও তপসিলোক্ত দাগাদিতে স্থিত পুকুর, পুকুর পাড়ের জমি সংক্রান্তে মাননীয় হাটহাজারী সিনিয়র জজ আদালতে বিভাগের দাবীতে বিভাগ, ১৮৫৯/২০২১ নং মামলা দায়ের এবং বিরোধীয় পুকুর পাড়ে গাছপালা কর্তন, পুকুর ভরাট করে জোরপূর্বক গৃহাদি নির্মাণে নায়ায়ণ বণিক ও আশীষ বণিক পিতা প্রেমানন্দ বণিক ও রতন বণিক এবং অপর চারজনের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানী শেষে মামলা নিস্পত্তিতক ২০২৪ সালের ৫ মে স্থিতিবস্থার আদেশ প্রদান করেন। অপরদিকে অভিযুক্ত মানু দাস আদালতকে ডিঙ্গিয়ে জোরপূর্বক কিছু করবেনা মর্মে অঙ্গিকার প্রদান করলেও পরবর্তীতে ১০ মে মানু দাসের পরিবারের উপর বিপুল বণিক গং হামলা করেছে মর্মে ২২ মে হাটহাজারী মডেল থানায় একটি মিথ্যা ডায়রী করেন যার নং ১৩০০। চলতি মাসের ৬ তারিখ একটি পত্রিকা ও কিছু অনলাইনে থানায় করা ডায়রীর বরাত দিয়ে মিথ্যা নিউজ পরিবেশন করে। যার দরুণ বিপুল বণিক গংয়ের মানসম্মানহানি হয়েছে। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, সেদিনের নিউজে মানু দাস তাদের বিরুদ্ধে আদালতে একটি সি. আর মামলা চলমান আছে উল্লেখ করে। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। মূলত ওই মামলার বাদি একটি পোষাক শিল্প কারখানার পক্ষে আলি আকবর নামে এক ব্যক্তি। উল্লিখিত জায়গার সাথে ওই মামলার কোন সম্পর্ক নাই। একইসাথে নিউজে হামলা এবং হামলার সাক্ষি হিসেবে যাদের বক্তব্যে দেয়া হয়েছে তারা কেউই ওই এলাকার বাসিন্দা নয়। তাদের টাকার বিনিময়ে ভাড়া করে আনা হয়েছিল। উপরোক্ত ঘটনাসমূহ নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের দ্বারস্থ হলেও কোন সমাধান হয়নি উল্টো মানু দাস গং জোরপূর্বক জায়গা দখল, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেয়া, জায়গা থেকে উচ্ছেদ এমনকি হত্যার হুমকি প্রদান করছে প্রতিনিয়ত।

বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে মানু দাস গংয়ের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা। সম্মেলনে বিপুল কণিকের মা কল্পনা বণিক তার পরিবারের নিরাপত্তায় প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেন। এসময় রাহুল বণিক, খোকন বণিক, তাপস বণিক উপস্থিত ছিলেন। তপসিলোক্ত জায়গা, চিকনদন্ডী মৌজার বি.এস ৩৬৫৪/৯/২৪৮০ খতিয়ানের বি.এস দাগ ৮৮৪২/৮৮৪৩/৮৮৪৪/৮৫৫৬/৯৮৫৮।