আগামীকাল দেশে আসছেন বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী

বিএনপি’র কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও রাউজান- রাঙ্গুনীয়ার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আগামীকাল বাংলাদেশে আসছেন ।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, আরব আমিরাত থেকে বিজি-১৫৮ এর একটি ফ্লাইটে আগামীকাল সকাল ৭ টায় তিনি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করবেন। বিএনপির সাবেক এমপি গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি’র নেতা-কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ।

উল্লেখ্য, ফটিকছড়ির এক জনসভায় সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এক বক্তব্যের জের ধরে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর গুডস হিলের বাড়িতে হামলা- ভাঙচুর ও মামলা করা হয় । ঐ মামলায় মাত্র ২০ মিনিটের শুনানি শেষ তিন বছরের কারাদণ্ড প্রদান করা হয় বিএনপির এই নেতাকে ।