ক্ষমতার পালা বদলের সাথে মানুষের মনের মাঝে জমা হওয়া অজানা শংকা কাটাতে সন্দ্বীপ পৌরসভা ৩ নং ওয়ার্ডে শান্তির বার্তা নিয়ে দুটো জায়গায় পথসভা করলেন সন্দ্বীপ সন্দ্বীপ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।নেতৃবৃন্দের উদার মানষিকতা ও শান্তির বার্তা নিয়ে দেওয়া হৃদয় ছোঁয়া বক্তব্যে শংকামুক্ত হয়ে সকলে যেন সকলে সতেজ ও ভয়হীন হয়ে ঘরে ফিরলেন। নেতৃবৃন্দ বললেন পরিবর্তনের অঙ্গীকার নিয়ে অনেক আন্দোলন সংগ্রামের পর বিজয় এসেছে, দায়িত্ব নিয়েছে অন্তবর্তীকালীন সরকার। সবার চোখে এখন নতুন বাংলাদেশ দেখার আকাংখা। সেই পরিবর্তনের পরিবর্তে যদি জনগন ভীত সন্ত্রস্ত হয়ে, বাক স্বাধীনতা হারিয়ে ফেলে তাহলে এমন পরিবর্তন কোন ভাবে কাম্য নয়।তাই সংখ্যালঘু সহ বিভিন্ন দলমতের মানুষের সাথে যারা খারাপ আচরন বা অমানবিক আচরন করে প্রশাসনের মাধ্যমে কঠোর হস্তে তাদের দমন করা হবে। পাশাপাশি রং বদলিয়ে যদি কেউ নব্য বা অতিরিক্ত বিএনপি সেজে যায় তাহলে সেটা আমাদের জন্য লজ্জা জনক হবে। তাই অন্যদলের কেউ বিএনপি সেজে আমাদের ক্ষতি করার চিন্তা কোন ভাবে মাথায় আনবেননা এবং আমাদের কেউ তাদের প্রশ্রয় দেবেননা।আমরা চাই সবাই ভালো থাকুক,ঘরে থাকুক কিন্তু বর্নচোরা সেজে কেউ নীপিড়ন নির্যাতনের সুযোগ নেওয়ার মানষিকতা ঝেড়ে ফেলুন। খারাপ লোক দিয়ে আমরা পাল্লা ভারী করার ইচ্ছে নেই। সংখ্যায় বেশী নয় পরিচ্ছন্ন প্রকৃত কর্মী আমাদের জন্য যথেষ্ট।
৯ আগষ্ট সন্ধ্যায় প্রথমে ১০ শর্যা হসপিটাল মোড় এরপর সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয় ও আখড়া বাড়ি সংলগ্ন মোড়ে উক্ত পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহব্বায়ক রিপন তালুকদার,সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক আজমত আলী বাহাদুর,সন্দ্বীপ পৌরসভা বিএনপির সদস্য আনোয়ার হোসেন,সন্দ্বীপ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহিদ কামাল,সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ন আহব্বায়ক মোঃ মাঈন উদ্দিন,বিএনপি নেতা শওকত তালুকদার,পৌরসভা বিএপির সদস্য মোঃ মনির,সনাতনী সম্প্রদায়ের পক্ষে মুকুল মজুমদার,কার্তিক চক্রবর্তী বাদল রায় স্বাধীন প্রমুখ।
এ সময় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের এমদাদ উল্যা,তফসির মামুন, মনিরুল ইসলাম সহ প্রায় ২ শতাধীক বিভিন্ন শ্রেনী পেশা ও সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন।
সনাতনী সম্প্রদায়ের পক্ষে বক্তব্য দানকারীরা নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন আপনারা বিগত কয়েকদিনে কঠোর পরিশ্রম ও বিভিন্ন পদক্ষেপ নেওয়াতে আমরা কয়েদিনের মধ্যে অজানা মানষিক চাপ ও শংকা কাটিয়ে উঠতে পেরেছি, উল্লেখযোগ্য কোন সমস্যা হয়নি, তার জন্য আমরা সকলে আপনাদের কাছে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি।আমরা না ডাকতে আপনারা উদ্যোগ নিয়ে মহত্বের পরিচয় দিয়েছেন,এই শান্তির বার্তা বাস্তবে পরিনত হউক সে প্রত্যাশা রইলো।