৩৩ নং ফিরিঙ্গি বাজার বিএনপি’র  উদ্যোগে  বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ  মাহফিল শেষে  খাবার বিতরণ । 

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহবায়ক ডা.শাহাদাত হোসেনের নির্দেশে ৩৩ নং ফিরিঙ্গি বাজার বিএনপি’র  উদ্যোগ দেশনেত্রী  বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে দোয়া ও মিলাদ  মাহফিল শেষে  খাবার বিতরণ করেছেন ওয়াড বিএনপি নেতৃবৃন্দ।
 ১৫ আগস্ট, বৃহস্পতিবার, ৩৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি  আকতার খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  সাদেকুর রহমান রিপনের পরিচালনায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক  আলহাজ্ব জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিদ হোসেন, আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা  জাহেদ আহমেদ, হামিদুর রহমান হামু,রমজান আলী, মেজবাহ উদ্দিন মিন্টু, সাইফুল আলম দিপু, ইকবাল শরীফ, আবদুর রশিদ খোকন, ইমরান সিদ্দিকী জেকসেন, মোহাম্মদ ওয়াসীম, আরিফ সোহেল,মোহাম্মদ শফি,আইনুল ইসলাম জুয়েল, কুতুবউদ্দিন মুন্না, মোহাম্মদ জাহাঙ্গীর, মোহাম্মদ ইফতেখার, জাহেদুল হক  সোহেল, মোহাম্মদ ডালিম,মোহাম্মদ মামুন,মোহাম্মদ কবির প্রমূখ।
খাবার বিতরণ  অনুষ্ঠানে বক্তারা বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে কারাগারে আটকে রেখেছিল   ফ্যাসিবাদী শেখ হাসিনার সরকার । বিনা চিকিৎসায় মেরে ফেরার ষড়যন্ত্র করছিল।কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি আজ আমাদের মাঝে ফিরে এসেছেন।  আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার  জন্মদিন উপলক্ষে সকলের কাছে  দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি ।