লুটেরা, সন্ত্রাসী ও চাঁদাবাজদের কোন দলীয় পরিচয় থাকতে পারে না, তারা দেশ ও জাতির শত্রু : গোলাম আকবর খোন্দকার

বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও সংসদ সদস্য এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার বলেছেন যে, লুটেরা, সন্ত্রাসী, চাঁদাবাজদের কোন দলীয় পরিচয় থাকতে পারে না, তারা দেশ ও জাতির শত্রু। দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই আমরা সবাই বাংলাদেশী, সবার সমান অধিকার রয়েছে। সবার জানমালের নিরাপত্তায় দলীয় নেতাকর্মীদের সাধারণ জনগণের পাশে থাকতে হবে।

তিনি আজ বৃহস্পতিবার রাউজানের উরকিরচর জিয়া বাজার প্রাঙ্গণে, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এবং বিনাজুরী কাগতিয়া বাজার প্রাঙ্গণে আয়োজিত পৃথক পৃথক শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর রাউজানের সাধারণ জনগণকে পরাধীনতার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করতে হয়েছে। কোন অন্যায় অবিচারের বিরুদ্ধে কথা বলতে পারেনি। আর এখন যদি কেউ এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার প্রচেষ্টা করে তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করার আহবান জানান।
জিয়া বাজার প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে, পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এমদাদুল হকের সভাপতিত্বে এবং বিনাজুরী কাগতিয়া বাজার প্রাঙ্গণে মোহাম্মদ জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক পৃথক শান্তি সমাবেশে অন্যান্যের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম, রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক জসীম উদ্দিন চৌধুরী, সদস্য সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সভাপতি হাসান মোহাম্মদ জসীম উদ্দিন, রাউজান পৌরসভার বিএনপির আহ্বায়ক আবু আহমেদ, সদস্য সচিব ইখতিয়ার উদ্দিন খান, এইচ এম নুরুল হুদা, জি এম মোরশেদ, কমলেন্দু শীল, শামসুল হক বাবু, মুরাদুল আলম, আইয়ুব খান জনি, জানে আলম জনি, দিদারুল আলম, আব্দুল মান্নান,  শেখ নাজিম উদ্দীন, এন এ বাবুল, আসলামুল হক, মোহাম্মদ আবছারুজ্জামান, সিরাজুদ্দৌলা চেয়ারম্যান, নাসির উদ্দীন, এডভোকেট মোহাম্মদ সাঈদ, ফজলুল কাদের, জসীম উদ্দিন, মোহাম্মদ আনোয়ার, আরিফ উদ্দিন,  মোহাম্মদ সরোয়ার, নাঈমুদ্দিন মিনহাজ, মোহাম্মদ ওয়াসিম, মোহাম্মদ মহিউদ্দিন, আকবর হোসেন, মুরাদুর রহমান বাবর, শাকিল ইসলাম, ইরফান উদ্দিন রায়হান, সাফায়ত হোসেন রাকিব প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।