চট্টগ্রামের জালালাবাদ লিংক রোডস্থ ছিন্নমূল এলাকার প্রবেশ পথে অবস্থিত পুলিশ ফাঁড়ির উত্তর পাশে সংলগ্ন স্থানে পাহাড় কাটার অভিযোগ পেয়ে শনিবার (১৭ আগস্ট) বিকালে অভিযান চালানো হয়। হাটহাজারী উপজেলার সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবীন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহরাজ শারবীন জানান, অভিযানে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়। তবে ঘটনাস্থলে কাউকে উপস্থিত পাওয়া যায় নাই। পরিবেশ অধিদপ্তরকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ অনুযায়ী তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে জানানো হয়।
তিনি আরও বলেন, পরিবেশ রক্ষায় পাহাড় কর্তনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পড়েছেনঃ ২২২