যেকোনো বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়াতে বিএনপির নেতাকর্মীরা বদ্ধপরিকর – আবু সুফিয়ান

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, সাম্প্রতিক বন্যায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের জনপদ। বন্যাকবলিত এলাকার মানুষগুলো এখন মহাবিপদে। সহায় সম্বল হারিয়ে লাখো-লাখো মানুষ এখন নিদারুণ অসহায় জীবন যাপন করছে। ইতিমধ্যে অর্ধশত মানুষের প্রাণহানী ঘটেছে। বন্যায় ক্ষতিগ্রস্থদের সহায়তায় দল-মত, ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবাই এগিয়ে এসেছে। তবে বন্যার তীব্রতা ভয়াবহ হওয়ায় এখনো অনেক প্রত্যন্ত অঞ্চলের হাজার হাজার পরিবার পানিবন্ধি। মফস্বল হতে তুলনামূলক ভিতরে হওয়ায় এই সব অঞ্চলের মানুষ পর্যাপ্ত সহযোগীতা পাচ্ছেনা। বসতবাড়ি, কৃষিজমি ও রাস্তাঘাট ডুবে যাওয়ার ফলে বন্যাকবলিত অঞ্চলগুলোতে অসংখ্য মানুষ সুপেয় পানি, খাবার ও যোগাযোগ সুবিধার অভাবে চরম দুর্ভোগে পড়েছেন। পরিস্থিতি মোকাবেলায় অধিকতর ক্ষতিগ্রস্থ দুর্গম অঞ্চলগুলোতে নিরাপদ পানি, খাবার ও ওষুধসহ প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণে সরকার, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সহ সকল সংগঠনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বন্যার পানি নেমে যাওয়ার পর উপদ্রুত এলাকায় পানিবাহিত সংক্রামক রোগ, সাপের কামড় সহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি দেখা দিচ্ছে। এসকল ঝুঁকি মোকাবিলাই সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে। ক্ষতিগ্রস্থ মানুষগুলো যাতে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে তাই তাদের পনর্বাসনে সবাই যার যার অবস্থান থেকে সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসতে হবে।

তিনি আরোও বলেন, দেশের যেকোন দুর্যোগে ও সঙ্কটে বিএনপি জনগণের পাশে থাকে। আমাদের রাজনীতিই হলো দেশ ও মানুষকে নিয়ে। বরাবরের মতোই আগামীর দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা দুর্যোগপূর্ণ এলাকার ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি। বন্যাকবলিত মানুষদের যেকোনো প্রয়োজন মেটাতে বিএনপি ও অঙ্গসংগঠনের সর্বোস্তরের নেতাকর্মীরা শুরু থেকেই ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছে। যেকোনো বিপর্যয়ে দেশ ও দেশের মানুষের পাশে দাঁড়াতে জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মী বদ্ধপরিকর।

তিনি আজ ২৯ আগষ্ট (বৃহস্পতিবার) সকালে ফেনী জেলার দাগনভূইয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলে চান্দগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে বন্যাদুর্গত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। এসময় তিনি চান্দগাঁও থানা ছাত্রদলের স্বেচ্ছাসেবী টিমের সদস্যদের সাথে নিয়ে ট্রাক্টর সহকারে ঘুরে ঘুরে প্রত্যন্ত এলাকায় পানিবন্ধি ৪০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, চান্দগাঁও থানা যুবদলের আহবায়ক গোলজার হোসেন, বিএনপি নেতা সালামত আলী, মনছুর আলম, চান্দগাঁও থানা ছাত্রদলের আহবায়ক আব্দুর রহমান আলফাজ,সিনিয়র যুগ্ম আহবায়ক কাউছার আলম, যুগ্ম আহবায়ক রায়হান সিদ্দিকী, পারভেজ করিম, সাইদুল ইসলাম ইমন, মো. আসিফ, আরিফ মহিউদ্দিন, রনি হোসেন, মো. সাইফুল, মো. পারভেজ, মো. আরমান, মো. তারেক, মো. আরাফাত, মো. রাকিব, মো. ইয়াছিন, ফারাজ করিম নয়ন, মো. তারিকুল ইসলাম, মো. রায়হান, মিরাজ প্রমুখ।