
চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘’বন্ধুমহল’’ সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে বন্ধু মহলের অর্ধ শতাধিক বন্ধুরা সামিল হন।
শুক্রবার (৩০ আগস্ট) জুমার নামাজের পূর্ব মুহুর্তে সীতাকুণ্ড বাজারে জড়ো হতে থাকেন মহলের সদস্যরা। এসময় সংগঠনের অন্যতম উদ্যোক্তা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক তাওহীদুল হক চৌধুরী সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। একে একে বন্ধুদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সীতাকুণ্ড বাজার।
জুমার নামাজের পর আল আমিন রেস্তারায় মধ্যাহ্ন ভোজের মাধ্যমে শেষ হয় সংগঠনের মিলনমেলা। এসময় তাওহীদুল হক চৌধুরী ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক পৌর কাউন্সিলর রফিকুল আলম, বিশিষ্ট ব্যবসায়ী লিয়াকত আলী, যুব সংগঠক মোহাম্মদ রাশেদ, মোহাম্মদ নাজিম উদ্দিন, মো. আলাউদ্দিন, আব্দুল্লাহ আল নোমান, আনোয়ার হোসেন সুমন, রবিউল হোসেন রবি, দিদারুল আলম ভুট্টো, মোহাম্মদ শাহাবুদ্দিন, রুবেল আনসারী, সরোয়ার কামাল জিকু, আবু তৈয়ব, মো. রাফি প্রমুখ।
সংগঠনের অন্যতম উদ্যোক্তা তাওহীদুল হক চৌধুরী বলেন, মূলত বন্ধুদের মধ্যে ভাতৃত্বকে দৃঢ করতেই এই সংগঠন। আমাদের সমাজকে এগিয়ে নিতে হলে পারস্পরিক সম্মান, ভাতৃত্ব, সৌহার্দ্য, সম্প্রীতি প্রয়োজন। আর সেটি ধরে রাখতেই আমাদের মিলিত হওয়া। সেইসাথে হাতে হাত রেখে সমাজের জন্য কল্যাণকর কিছু করা। মানুষের জন্য কিছু করা।