জিপিএইচ ইস্পাত কারখানায় গ্যাস বিস্ফরণে শ্রমিকের মৃত্যু

ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড: রঞ্জিত দাস (৩০) নামে এক শ্রমিক নিহত হয়েছে সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাত কারখানায় লোহা কাটার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফরণের সময় । এতে ওই শ্রমিকের দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে গেছে। ২৭ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে উপজেলার সুলতানা মন্দিরস্থ জিপিএইচ ইস্পাত কারখানায় এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক ওই কারখানায় কাটারম্যান হিসেবে কর্মরত ছিল। সে কুমিরা ইউনিয়নের ঘাটঘর সংলগ্ন জেলেপাড়ার রাখাল সাধুর বাড়ির শ্রীদাম দাশের ছেলে। জানা যায়, দুপুর আনুমানিক বারোটায় জিপিএইচ ইস্পাতের কারখানায় গ্যাস দিয়ে স্ক্র্যাপ লোহা কাটার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হলে রঞ্জিত দাশ ভয়াবহ দূর্ঘটনার শিকার হন। এসময় বিকট শব্দে পুরো কারখানাসহ আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় শ্রমিকের দেহ। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড সার্কেলের এসপি আশরাফুল করিম। এই বিষয়ে যানা যাই, জিপিএইচ ইস্পাত কারখানায় সীতাকুণ্ড থানা পুলিশ ও কলকারখানা অধিদপ্তরের দুটি টীম সেখানে অবস্থান করছেন। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে বলে জানা গেছে।