
মোঃ আসিফুজ্জামানঃ আজ নগরীর হালিশহর বি ব্লকে উদ্বোধন হলো তিন দিনব্যাপী পিঠা পার্বণ উদ্যোক্তা মেলা স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে মেলার কার্যক্রম, মেলাতে স্থান পেয়েছে ২০ টি স্টল নগরীর বিভিন্ন এলাকা থেকে নারী উদ্যোক্তারা এসে বাহারী সামগ্রীর পন্য নিয়ে এখানে পসরা সাজিয়েছেন , অনুষ্ঠানটি উদ্বোধন করেনঃ -চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সি,এম,পি)র হালিশহর থানার অফিসার ইনচার্জ জনাব মোস্তাফিজুর রহমান চৌধুরী, এ সময় বক্তব্য রাখেন- অধ্যক্ষ মোক্তাদের আজাদ খান,অধ্যক্ষ, তাহের মনজু কলেজ, সীতাকুন্ড,চট্টগ্রাম। মানবাধিকার কর্মী, এমদাদুল করিম সৈকত,সভাপতি -বি ব্লক ব্যবসায়ী কল্যাণ পরিষদ,দেলোয়ার হোসেন,সাংস্কৃতিক কর্মী, আবু ইউসুফ সন্দ্বীপী, প্রমুখ।
পড়েছেনঃ ১০০