হাটহাজারীতে হালদার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক।
শনিবার (৩১ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার নাজিরহাট নতুন ব্রিজ সংলগ্ন সম্প্রতি বন্যায় ভেঙে যাওয়া হালদার বাঁধ পরিদর্শনে করেন উপদেষ্টা ফারুক-ই-আজম।
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে কথা বলেন তিনি, তাদের মুখে সেদিনের ঘটনার বর্ণনা শুনে তাদের শান্তনা প্রদান করেন। ক্ষতিগ্রস্থদের কোন প্রকার চিন্তা করতে নিষেধ করে উপদেষ্টা বলেন, সরকার আপনাদের পাশে আছে। ভয়াবহ বন্যায় হালদার বাঁধ ভেঙে বাড়িঘর ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন করবে সরকার।
এসময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তয়ন কুমার ত্রিপুরা, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার, কৃষি কর্মকর্তা আল মামুন শিকদার, প্রকৌশলী জয়শ্রী দে, পিআইও নিয়াজ মোর্শেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
এর আগে উপদেষ্টা ফারুক-ই-আজম বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরন করেন।
উল্লেখ্য, চলতি মাসে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ফটিকছড়িসহ ভয়াবহ বন্যা চলাকালীন ২২ তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া সাতটার দিকে হালদা নদীর পানির তীব্রতায় ফরহাদাবাদ ইউনিয়নস্থ নাজিরহাট নতুন ব্রিজের পশ্চিম পাশ ছালামত দফাদারের বাড়ি সংলগ্ন হালদার প্রতিরক্ষাকারী বাঁধটি ভেঙে যায়। হু হু করে লোকালয়ে নদীর পানি ঢুকে দু’তিন ঘন্টার মধ্যেই ফরহাদাবাদ ও ধলই ইউনিয়নের কয়েক হাজার ঘরবাড়িসহ সবকিছু তলিয়ে যায়।