এগারো জন শহীদের রক্তস্নাত জনপদ সীতাকুণ্ড হবে আরেক সাতকানিয়া

এগারো জন শহীদের রক্তস্নাত জনপদ সীতাকুণ্ড উপজেলা হবে চট্টগ্রামের আরেক সাতকানিয়া বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মু. কুতুব উদ্দিন শিবলী

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ে সোনাইছড়ি ইউনিয়ন যুব বিভাগ আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরও বলেন, আমি যখন ছোট ছিলাম তখন প্যারেড ময়দানে গিয়ে আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী সাহেবের একটি বক্তব্য শোনার তৌফিক হয়েছে। সেটি হচ্ছে ওনি বলেছেন, বৃদ্ধাদের বুদ্ধি, সম্পদশালীদের সম্পদ এবং যুবকদের শক্তি এই তিনটি যেদিন এক হবে সেদিন এদেশে ইসলামী হুকুমাত কায়েম হবে। ইতিমধ্যে ওনার কথার প্রতিফলন ঘটেছে বাংলাদেশে। আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে বৃদ্ধাদের বুদ্ধি, আলেম, ওলামাদের বুদ্ধি, আমাদের সম্পদশালী ভাইদের সম্পদ এবং আমাদের যুবকদের শক্তি এক হয়ে সকল জাহেলিয়াত, শিরক, বেদায়াত দূর করে একটি সুন্দর ইসলামী রাস্ট্র কায়েম হবে ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমরা ছোট্ট বাংলাদেশের এই ছোট্ট সীতাকুণ্ডকে নিয়ে স্বপ্ন দেখি। অতিতে আমরা অনেক ভাইয়ের জানাযার নামাজ আদায় করেছি। আমরা শহীদ পারভেজ ভাইয়ের জানাযার নামাজ আদায় করেছি। শহীদ বাবু ভাইয়ের লাশের কপিন নিয়ে মিছিল করেছি। আমরা শহীদ শাফায়াত উল্লাহ, শহীদ মোশাররফ হোসেন, শহীদ ভাইসহ মোট ১১ জন ভাইয়ের জানাযার নামাজ আদায় করেছি। আল্লাহর আইন বাস্তবায়নের পথে তারা শহীদ হয়েছেন৷ যুবক অবস্থায় তারা আল্লাহর রাস্তায় শাহাদাতবরণ করেছেন৷ যেমনিভাবে আল্লাহ ও রাসূলের সিদ্ধান্তে একমত হয়ে হযরত মায়াজ ও হযরত মুয়াজ শহীদ হয়েছেন। আমরা আশা করছি এই এগারো জন ভাইদের রক্তের বিনিময়ে আগামী দিনে এই সীতাকুণ্ড হবে চট্টগ্রামের দ্বিতীয় সাতকানিয়া।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক এই ছাত্রনেতা আরও বলেন, স্বাধীনতার পর থেকে দেশে যতগুলো সুষ্ঠু নির্বাচন হয়েছে সবকটিতে সাতকানিয়ায় জামায়াত মনোনীত প্রার্থী নির্বাচিত হয়েছেন৷ শুধু বিগত ১৫ বছরে রাতের ভোট হওয়ার কারণে আমরা নির্বাচন করতে পারিনি। আমরা আশা করছি আগামী দিনে এগারো জন শহীদের রক্তের বিনিময়ে সীতাকুণ্ডেও জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী ভাই নির্বাচিত হবেন ইনশাআল্লাহ।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন, এজন্য আমাদের কিছু কাজ করতে হবে। যুব বিভাগকে ইসলামী পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে উপস্থাপন করতে হবে। আমাদেরকে ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দিতে হবে। জানিয়ে দিতে হবে ইসলাম ব্যতিত অন্য কোন পথে, অন্য কোন মতে মানবতার মুক্তি সম্ভব নয়। আইনের অধিকার, মানবাধিকার, নারী অধিকার, নির্যাতিত শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে ইসলামকে পূর্নাঙ্গ জীবন বিধান মানতে হবে। সেইসাথে যুবকদের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে তোমাদের আইডল, শাহরুখ খান নয়, তোমাদের মডেল সাকিব খান নয়, তোমাদের আইডল অমিতাব বচ্চন নয়। তোমাদের আইডল বিশ্ব মানবতার মুক্তির দূত সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন যুব বিভাগের উপজেলা সেক্রেটারি তাওহিদুল ইসলাম। এতে আরও বক্তব্য রাখেন, ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়ন জামায়াতের আমীর নুরুল ইসলাম, সেক্রেটারি সেলিম জাহেদী, বাইতুল মাল সম্পাদক মাষ্টার জাহেদ ইমাম, আকতার উদ্দিন বাবুল, ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি মুঃ জামাল উদ্দিন, মুঃ রমজান আলী, ডাঃ রাসেলসহ অন্যন্য নেতৃবৃন্দ।