
চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী।
শিক্ষার মান নিশ্চিতকরণ ও শিক্ষা ক্ষেত্রে বহুমুখী অবদান রাখার জন্য উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক কমিটি তাঁকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করেছেন।
হাটহাজারী উপজেলা প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম মশিউজ্জামান ও সদস্য সচিব উপজেলা শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান এর স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়।
এ ছাড়া শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার এ.বি.এম মশিউজ্জামান, শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার তাসমিন আখতার কাকলী, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা মীরের খীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেহেরুন নিছা, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক গড়দুয়ারা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রঞ্জিত কুমার নাথ, শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা উত্তর ফতেয়াবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শুব্রা আলামিন, শ্রেষ্ঠ কাব শিক্ষক ফতেয়াবাদ বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দূর্ঘাপদ তালুকদার, শ্রেষ্ঠ বিদ্যালয় হেলাল চৌধুরী পাড়া এম. কে. রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং শ্রেষ্ঠ কর্মচারী মোহাম্মদ আব্দুল হাই নির্বাচিত হয়েছেন।
শ্রেষ্ঠ নির্বাচিত হওয়া প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরী বলেন, আমার চব্বিশ বছর প্রধান শিক্ষক পদে কর্মরত অবস্থায় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার পিছনে আমার বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকের অনুপ্রেরণা, সহযোগিতা ও পরামর্শে আমার এই অর্জন সম্ভব হয়েছে। এই অর্জনের সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এই গুণী শিক্ষক।
এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা রোজিনা রহমান জানান, পুরো উপজেলার সব প্রধান শিক্ষকদের মধ্যে থেকে বাছাই করে হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আরিফুল ইসলাম চৌধুরীকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে।