
বাংলাদেশ সবার কোন ধর্মের পরিচয়ে এখানো কাউকে বড় কিংবা কাউকে ছোট করে দেখার সুযোগ নাই। এ দেশে ধর্মের কোন পরিচয় নয় আমরা বাঙালি আমরা এক। হিন্দু সম্প্রদায়ের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসব সফল করতে প্রশাসন, রাষ্ট্র এবং সকল ধর্মের লোকজন একত্র হয়ে কাজ করছে। আগামীবার এ উৎসব দ্বিগুন হবে। জাতীয় ভাবে যেন উদযাপন করতে পারি সে ব্যবস্থা নেয়া হবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হাটহাজারী উপজেলার নিজ এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম এসব কথা বলেন।
শনিবার (১২ অক্টোবর) দুপুরে হাটহাজারী উপজেলা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ১ নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ও হাটহাজারী পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, হাটহাজারী মডেল থানার ওসি হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, পূজা উদযাপন পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী, হাটহাজারী উপজেলা আহবায়ক মাস্টার অশোক কুমার নাথ, যুগ্ম আহবায়ক সাংবাদিক বাবলু দাশ প্রমূখ উপস্থিত ছিলেন।