
চট্টগ্রামের হাটহাজারীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করেছেন উপজেলা প্রশাসন।
বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার সরকারহাট বাজারে অধিক দামে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ দোকানীকে ৯ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মেহেরাজ শারবীন।
পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট গত ১৫ অক্টোবর কাচারি সড়কে অবৈধ ভাবে ফুটপাত দখলকারীদের সতর্ক করা স্বত্বেও পুনরায় যারা ফুটপাত দখল করে মালামাল রেখে ব্যবসা পরিচালনা করেন তাদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
অভিযানে হাটহাজারী মডেল থানার পুলিশ ও ভূমি অফিসের কর্মচারীগণ সহযোগিতা করেন।
পড়েছেনঃ ১৮০