আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ড বিএনপির বিক্ষোভ মিছিল

চট্টগ্রামের জামাল খানসহ দেশের কয়েক জায়গায় আওয়ামী সন্ত্রাসীদের নৈরাজ্যের প্রতিবাদে ও ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় জড়িতদের গ্রেফতারের দাবীতে বন্দর থানাধীন ৩৮ নং দক্ষিণ মধ্য হালিশহর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে নগরীর সল্টগোলা রেলক্রসিং মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সল্টগোলা রেলক্রসিং মোড় হতে মিছিলটি শুরু হয়ে, ঈশান মিস্ত্রির হাট, পুরাতন ডাকঘর মোড়, লোহারপুল হয়ে ধুপপুল ওয়ার্ড অফিস সম্মুখে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র জনতার রক্তক্ষয়ী অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা সরকার থেকে দেশবাসী মুক্তি পেলেও ষড়যন্ত্র এখনো থেমে নেই। এই অর্জিত স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা এখনও দেশে অরাজকতা ও ভীতির পরিবেশ সৃষ্টি করে দেশে শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করছে। তাই কোনো দুষ্কৃতকারী যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে জন্য সবাইকে সর্বদা সতর্ক থাকতে হবে। দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করার চক্রান্তকে প্রতিহত করতে হবে। রাষ্ট্রের সকল স্তর হতে স্বৈরাচারীর দোসরদের বিতাড়িত করতে হবে।

৩৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আজম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক হাজী মো. কামাল উদ্দিন। এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, বন্দর থানা বিএনপির সহ সভাপতি হাজী মো. সালাউদ্দিন, হাজী এবাদুর রহমান, যুগ্ম সম্পাদক মাহাবুব আলম বাচ্চু কোং, সাংগঠনিক সম্পাদক হাজী মো. হোসেন, বন্দর থানা সেচ্ছাসেবক দলের আহবায়ক রিয়াজ উদ্দিন রাজু, ছাত্রদলের আহবায়ক আবু রায়হান চৌধুরী, ওয়ার্ড বিএনপির সহ সভাপতি আবু বক্কর, শাহানামা বাচা, যুগ্ম সম্পাদক আলী হাসান, সাংগঠনিক সম্পাদক মাহাবুব আলম, বিএনপি নেতা হাজী ইলিয়াছ, মামুনুর রশিদ, মো. সাইদুল ইসলাম, মো. আজম, মো. হোসেন, মো. রাশেদ, বকতেয়ার উদ্দিন, মো. এসকান্দর, সাদ উদ্দিন চৌধুরী, মো. সাকিব, বাদশা, ইমতিয়াজ হোসেন প্রমূখ।