
বুধবার (২৩ অক্টোবর) বিকালে পতিত স্বৈরাচার আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারের দাবিতে ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল নগরীর আগ্রাবাদ এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাদামতলী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় বিক্ষোভকারীরা জিয়ার সৈনিক এক হও লড়াই করো, ফাসিবাদের প্রধান দোসর চপ্পু তুই গদি ছাড়, জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, বাধা আসবে যেখানে, লড়াই হবে সেখানে, স্বৈরাচারের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও, ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ করো, করতে হবেসহ বিভিন্ন শ্লোগানে দিতে দিতে নগরীর আগ্রাবাদ এলাকার প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে।
ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকতার হোসেন বাবলুর সভাপতিত্বে ও সদস্য সচিব নোমান শিকদার সোহাগ এর সঞ্চালনায় বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মাঈনুদ্দিন রাশেদ বলেন, আওয়ামী ফ্যাসিষ্ট শাসকগোষ্ঠীর ভয়াবহ দুঃশাসন থেকে জনগণ মুক্তি পেলেও দেশ এখনও পুরোপুরি নিরাপদ নয়। আওয়ামী দুষ্কৃতিকারিরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে। এজন্য আমাদের সজাগ থাকতে হবে।
চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া বলেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসররা ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাত করতে ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। পতিত আওয়ামী স্বৈরাচার এবং তাদের দেশি-বিদেশি দোসরদের দেশের জনগণের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রস্তুত।
সভাপতির বক্তব্যে ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকতার হোসেন বাবলু বলেন,আওয়ামী লীগ গত ১৫ বছর ধরে লাগাতার সন্ত্রাস করেছে। হাজার হাজার নেতাকর্মীকে বিনা বিচারে হত্যা করেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। এই চোর বাটপারের দল আ’লীগকে অচিরেই নিষিদ্ধ করতে হবে। শিক্ষার্থীদের ওপর গুলি ছুড়েছে ছাত্রলীগ-যুবলীগ। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগ ও যুবলীগকে নিষিদ্ধ এবং খুনী, সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আলমগীর, এফ কে মুন্না, রবিউল ইসলাম রবি, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-স্বনির্ভর বিষয়ক সম্পাদক মোঃ পারভেজ, সহ-শ্রম বিষয়ক সম্পাদক মোঃ বাকের হোসেন, সদস্য মজিবুর রহমান মুজিব, মোঃ জাবেদ, সাবেক ছাত্রনেতা সোহেল ইসলাম,
এসময় উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সজল বড়ুয়া, সাদ্দাম হোসেন, ফজলুর রহমান মুন্না, আমিনুল ইসলাম আমিন, মোঃ কালাম, জয়নাল আবেদীন টিটু, মোঃ জনি, শাকিব দোভাষ, মোরশেদ আলম, জয়নাল আবেদীন টিপু, মেহেদী হাসান, মোঃ আরজু, মোজাম্মেল মাসুদ, মোঃ সরোয়ার, দিদারুল আলম, মোঃ দেলোয়ার হোসেন, কালু সহ প্রমুখ