হাটহাজারীতে বাজার মনিটরিং করেছেন এসিল্যান্ড লুৎফুন নাহার শারমিন

হাটহাজারীতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে বাজার মনিটরিং করেছেন উপজেলা প্রশাসন।

শনিবার উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া নয়াহাট বাজারে অধিক দামে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৪ দোকানীকে ৩ হাজার ৫ শ টাকা জরিমানা করেন সদ্য যোগদান করা ভ্রাম্যমাণ আদালতের সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট লুৎফুন নাহার শারমীন।

এসময় দোকানে আবশ্যিকভাবে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণের বিষয়ে সতর্ক করা হয়। অভিযানে হাটহাজারী মডেল থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ সহযোগিতা করেন।