
সফল হতে হলে বার বার চেস্টা করত হবে। ব্যর্থতা সফলতা বয়ে আনে। যে কোন কাজে সফল হতে হলে তাকে ব্যর্থতার সম্মুখিত হতে হয়। হাজার ব্যর্থতার পর অবশ্যই সফলতা আসবে। ব্যর্থতা মানেই সফলতার জন্ম। কঠোর পরিশ্রমই তাকে তার লক্ষ্যে পৌঁছে দিবে। এর জন্য থাকতে হবে আত্মবিশ্বাস, মা বাবার দোয়া আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা। এ তিনটি গুনাবলি থাকলেই একটা মানুষ সফল হতে পারে।
শুক্রবার রাতে উপজেলার ছিপাতলী আলী মোহাম্মদ বাড়ির আয়োজনে আলী মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকাবাসীর পক্ষ হতে সংবর্ধিত সি.আই.পি সোহেল আব্দুল্লাহ বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
স্থানীয় চেয়ারম্যান নুরুল আহসান লাভুর সভাপতিত্বে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, একজন রেমিটেন্স যোদ্ধা প্রবাসে কঠোর পরিশ্রমের পর বৈধ পহ্নায় বৈদেশিক মুদ্রা পাঠিয়ে যে সম্মান পাচ্ছেন তা যেন অব্যাহত থাকে। দেশের গার্মেন্টস শিল্প আর রেমিটেন্স যোদ্ধাদের পাঠানো মুদ্রা এ দেশের অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্ব ভূমিকা রাখে। রেমিটেন্স যোদ্ধারা চাইলে অন্য উপায়ে বৈদেশিক মুদ্রা পাঠাতে পারেন কিন্তু দেশের স্বার্থে দেশের প্রতি গভীর ভালবাসা থাকার কারণে বৈধ পহ্নায় ব্যাংকের মাধ্যমে পাঠান।
মো. ইমতিয়াজ উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে মা ও শিশু হাসপাতালের সদ্য নির্বাচিত সভাপতি সৈয়দ মোরশেদ হোসেনকেও সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন, উপজেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আশরাফ উদ্দিন, উপজেলা মেম্বার এসোসিয়েশনের সভাপতি জিয়া হায়দার, সদস্য মো. মহিউদ্দিন, ব্যাংকার আব্দুল্লাহ আল মামুন, রাজনীতিবিদ ও সমাজসেবক মো. ইকবাল হোসেন, সমাজসেবক মো. শোয়েব, মো. জয়নাল আবেদীন প্রমূখ। শুরুতে পবিত্র কোরান থেকে পাঠ করেন হাফেজ মো. আদনান। এসময় বিভিন্ন সামাজিক সংগঠন সংবর্ধিত অতিথিকে ফুল ও ক্রেস্ট প্রদানের মধ্য দিয়ে সম্মাননা জানান।