সীতাকুণ্ড মেলা কমিটির সাধারণ সম্পাদক হলেন মনোজ নাথ, দায়িত্ব হস্তান্তর সম্পন্ন

সনাতনী ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী  শিবচতুর্দশী  মেলাকে  সামনে রেখে চট্টগ্রামের সীতাকুণ্ডে ২০২৫-২৬ সালের নব নির্বাচিত সীতাকুণ্ড  মেলা কমিটি গঠন করা হয়েছে। এরপর শেষ হয়েছে  দায়িত্ব হস্তান্তর ও সংবর্ধনা অনুষ্ঠানও।

শনিবার (২৫ জানুয়ারী) সকাল এগারোটায় সীতাকুণ্ড পৌরসভার প্রেমতলাস্থ  মেলা কমিটির নিজস্ব কার্যালয়ে নব নির্বাচিত সাধারণত সম্পাদক মনোজ কুমার নাথকে ফুল দিয়ে বরন করে নেন বিদায়ী সাধারণ সম্পাদক বাবুল কান্তি শর্মা। এরপর নব নির্বাচিত সাধারণ সম্পাদককে দায়িত্ব হস্তান্তর করে বিদায়ী সাধারণ সম্পাদক বলেন, আমি বিদায় নিলেও নতুন কমিটির পাশে থেকে সর্বাত্ত্বক সহযোগিতা করবো। উক্ত কমিটির সভাপতি পদাধিকার বলে  চট্টগ্রাম জেলা প্রশাসক।

নব নির্বাচিত সাধারণত সম্পাদক মনোজ কুমার নাথ বলেন, বিগত ১৭ বছর এই মেলা কমিটিকে স্বাধীন ভাবে কাজ করতে দেওয়া হয়নি। অনেক অনিয়ম দূর্ণীতি হয়েছে। যার ফলে ভোগান্তির শিকার হয়েছিলো আগত তীর্থ যাত্রীরা। আমি চেষ্টা করবো দূর দুরান্ত থেকে আগত এবারের তীর্থ যাত্রীরা যেন নির্ভিগ্নে তীর্থ সম্পন্ন করে নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন তার ব্যবস্থা করতে। এর জন্য তিনি জাতি ধর্ম দলমত নির্বিশেষে সবার সার্বিক সহযোগীতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা জিতেন্দ্র নারায়ণ নাটু, সহ সভাপতি সুনন্দ ভট্টাচার্য্য সাগর, অর্থ সম্পাদক পাপন কৃষ্ণ দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, কাকন দাশ, দপ্তর সম্পাদক অলক ভট্টাচার্য্য প্রমুখ।