
চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে তিনশ কেজি পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
রবিবার (২ফেব্রুয়ারি) দুপুরে হাটহাজারী বাজারের আল্লাহর দান স্টোরে এ অভিযান পরিচালনা করেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন।
সহকারী কমিশনার (ভূমি) লুৎফুন নাহার শারমীন এবিষয়ে জানান, হাটহাজারী বাজারের আল্লাহর দান স্টোরে অভিযান চালিয়ে পলিথিন খুচরা ও পাইকারি বিক্রির অপরাধে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(ক) ধারায় আব্দুল মালেক নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় প্রায় ৩০০ কেজি পলিথিন জব্দ করা হয়।
অভিযানে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস ও হাটহাজারী মডেল থানার পুলিশ।
পড়েছেনঃ ১৬৯