
নিজের ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আটক হয়েছেন আওয়ামী লীগের সাবেক এমপি রফিকুল আনোয়ারের ছোট ভাই চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে। পরিবারের দাবি তাকে সাদা পোশাকে তুলে নেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে সাবেক সিটি মেয়র এম মনজুর আলমের নাতনীর সাথে ফখরুল আনোয়ারের ছেলের বিয়ে অনুষ্ঠান ছিল চট্টগ্রাম শহরের টাইগারপাস সংলগ্ন নেভী কনভেনশন হলে।
উভয়পক্ষের প্রায় ১০ হাজার অতিথির খাবারের আয়োজন করা হয়। যেকারণে সন্ধ্যার পর থেকে টাইগারপাস এবং আশপাশে প্রচণ্ড যানজট ছিল। ট্রাফিক বিভাগ কনভেনশন হলের কর্মীরা শৃঙ্খলা বজায় রাখতে হিমশিম খাচ্ছিল। রাত ১১টার দিকে যখন অতিথির চাপ কিছুটা কমে আসে তখন বৈষম্যবিরোধী আন্দোলনের কয়েকশ ছাত্র-যুবক আকস্মিক সেখানে প্রবেশ করে ফখরুল আনোয়ারকে টানা হেঁচড়া করে বলে অভিযোগ পাওয়া গেছে। এক পর্যায়ে সাদা পোশাকের এক দল লোক তাকে গাড়িতে তুলে নিয়ে যায়।
এদিকে, কেউ কেউ দাবি করেছেন বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক এমপি খাদিজাতুল আনোয়ার সনিও উপস্থিত ছিলেন। তবে বিষয়টি কেউ নিশ্চিত করতে পারেনি। রাত সোয়া ১২ টায় এই প্রতিবেদন লেখার সময় আইনশৃঙ্খলা বাহিনী নেভী কনভেনশন হল ঘিরে রেখেছে।
বিয়েতে উপস্থিত থাকা প্রত্যক্ষদর্শী মোহাম্মদ হাসান আলী জানান, রাতে বিয়ের অনুষ্ঠানে কিছু ছাত্র প্রবেশ করেন। তারা ফখরুল আনোয়ারকে পুলিশ উদ্ধার করে তাকে থানায় নিয়ে যান।
পুলিশের উপ-কমিশনার (উত্তর) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ বলেন, ‘নগরের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠান থেকে আওয়ামী লীগ নেতা ফখরুল আনোয়ারকে আটক করা হয়েছে। তাকে থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কয়টি মামলা রয়েছে তা যাচাই-বাছাই করা হচ্ছে।’
তিনি বলেন, ‘আমরা খবর পাওয়ার সাথে সাথেই নজরদারিতে রেখেছিলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও সেখানে গিয়েছিলেন।’
পড়েছেনঃ ৭৬