
২০২৪ সালের জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে এক সমৃদ্ধ ও তথ্যবহুল গ্রন্থ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আড়াই হাজার পৃষ্ঠার ১০ খন্ডের গ্রন্থটি বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান। ঢাকার মতো সারাদেশেও মোড়ক উন্মোচন করে দলটি। ব্যতিক্রম নয় বন্দরনগরী চট্টগ্রামও।
বুধবার দুপুরে কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান, মহানগর জামায়াতের আমীর মাওলানা শাহজাহান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণে মোড়ক উন্মোচন করা হয়।
এদিন চট্টগ্রাম প্রেস ক্লাবের নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন। ঢাকার মোড়ক উন্মোচন কর্মসূচীও সরাসরি অনলাইনে দেখতে পান চট্টগ্রামবাসী। এসময় কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেন, ২০২৪ এর জুলাইয়ে সংঘটিত গণবিপ্লবের চেতনা বিরোধী ধারায় বাংলাদেশকে নিয়ে যাবার ষড়যন্ত্র রুখে দিতে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী আমীর শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, সাবেক উত্তর জেলা আমীর ও চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, চট্টগ্রাম মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক কর্ণফুলী পত্রিকার সম্পাদক আফসার উদ্দিন চৌধুরী, উত্তর জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যক্ষ নুরুল আমিন চৌধুরী, দক্ষিণ জেলা আমীর আনোয়ারুল আলম চৌধুরী, এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুছ, সাংগঠনিক সম্পাদক ডা. এ কে এম ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, ওলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মমতাজুর রহমান, মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান, আবু হেনা মোস্তফা কামাল, হামেদ হাসান ইলাহী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মদ শাহজাহান আরও বলেন, শান্ত বাংলাদেশকে অশান্ত করতে নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। কোটি কোটি টাকা খরচ করছে, চট্টগ্রামেও হচ্ছে। প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই, স্বৈরাচারি, দেশ বিনাশী শক্তি যদি আবারও মাথা ছাড়া দিয়ে উঠতে পারে আপনারা জাতির কাছে জবাব দিতে পারবেন না। তাই সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। যে গ্রন্থের মোড়ক উন্মোচিত হলো, সবাইকে বইটি পড়তে হবে।
শহীদদের পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. ফয়সাল আহমদ শান্তর বাবা মো. জাকির হোসেন, মোহাম্মদ ফারুকের স্ত্রী সিমা বেগম, ইঞ্জিনিয়ার ওমর বিন আবছারের মা রুবি আকতার, মো. ইশমামের বড় ভাই মুহিবুল হক, মো. মাহিন প্রকাশ সাইমনের অভিভাবক রহিমা বেগম, মো. ইউছুপ প্রকাশ জুনাইদের স্ত্রী সাজেদা বেগম ও এডভোকেট সাইফুল ইসলাম আলিফের বাবা জামাল উদ্দিন।