
পবিত্র রমজানের জন্য চট্টগ্রামের খুচরা বাজারে খোলা সয়াবিন তেলের লিটার সর্বোচ্চ ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। পবিত্র রমজানে ভোজ্যতেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে আজ মঙ্গলবার (৪ মার্চ) চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত বিশেষ টাস্কফোর্স কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সিদ্ধান্তের কথা জানান । আমদানিকারক, ডিলার, ট্রেডার্স, ক্যাব, ছাত্রনেতাসহ সংশ্লিষ্টরা এসময় উপস্থিত ছিলেন।
চসিক মেয়র বলেন, রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের মধ্যে ভোজ্যতেলে অস্থিরতা দেখছিলাম। খুচরা দোকান থেকে ভোজ্যতেল উধাও হয়ে গেছে। আমদানিকারক, খাতুনগঞ্জের ব্যবসায়ী, ভোক্তা অধিকার সবার সম্মতিক্রমে প্রাত লিটার খোলা সয়াবিন মিলগেটে ১৫৩ টাকা, খাতুনগঞ্জের ট্রেডার্স পর্যায়ে ১৫৫ টাকা এবং বাজারে প্রতি লিটার সয়াবিন তেল খুচরা মূল্য সর্বোচ্চ ১৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর বাইরে কেউ বেশি দামে বিক্রি করলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাধারণ মানুষের সুবিধার জন্য যা যা করার আমাদের করতে হবে। মেয়র বলেন, অন্যান্য মুসলিম দেশগুলি রমজানে ভর্তুকি প্রদান করে পণ্যের দাম স্বাভাবিক রাখে। তা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকেও বাজারের এই বিদ্যমান অস্থিরতা নিয়ন্ত্রণ করতে হবে।
সভাপতির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বলেন, ভোজ্যতেলের সংকট চলছে চট্টগ্রামে। সেটা কাটিয়ে উঠার জন্য সবার সঙ্গে বৈঠক করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী জেলা ও মহানগর পর্যায়ে খোলা সয়াবিন তেল খুচরায় সর্বোচ্চ ১৬০ টাকায় বিক্রি করা যাবে। আজ থেকে আগামী ১০ এপ্রিল পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। কেউ চাইলে এর চেয়ে কমেও বিক্রি করা যাবে। তবে নির্ধারিত দামের চেয়ে বেশি নেওয়া যাবে না। এ সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো ব্যবসায়ী খুচরা বা পাইকারি বাজারে বেশি দামে তেল বিক্রি করেন। তাহলে বিশেষ টাস্কফোর্স কমিটির মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, সয়াবিন তেলের মূল্য বাজারে কার্যকর আছে কিনা তা মনিটরিং করার জন্য নিয়মিত জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন কর্তৃক অভিযান চলমান থাকবে। মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং সকল পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদেরকে নির্ধারিত মূল্যে সয়াবিন তেল ক্রয় বিক্রয়ের জন্য অনুরোধ জানান।
সভায় চট্টগ্রাম বন্দরের সাবেক পরিচালক (প্রশাসন) জাফর আলম, জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কামরজ্জিামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক, সিএমপি’র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) মোঃ মাহফুজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার (৩ মার্চ) বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকটে দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে যান সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন ও জেলা প্রশাসক ফরিদা খানম।