বিচার ও সংস্কার প্রশ্নে একমত হওয়ার আহ্বান নাহিদের

জুলাই গণহত্যার বিচার এবং দেশের সংস্কার কার্যক্রমের প্রতি রাজনৈতিক দলগুলোকে ঐকমত্য পোষণ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১০ মার্চ) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের পরিবার ও আহতদের নিয়ে আয়োজিত দলের ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের এই মুহূর্তে জরুরি দাবিটা কী? আমরা সবাই বিচার ও সংস্কারের কথা বলেছি। ৫ আগস্টের পর সরকার গঠিত হয়েছে এবং যারা রাজনীতি করছেন তাদের সবার ন্যায্যতা হচ্ছে এই শহিদ পরিবার। শেখ হাসিনাসহ খুনিদের আসামি করে মামলা করা হয়েছে। যদি বিচার ছাড়া আরকটা সরকার চলে আসে, তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগকে পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে? ফলে অবশ্যই সরকার এবং সব রাজনৈতিক দলকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফয়সালা কী হবে? আমরা মনে করি, ৫ আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়ে দিয়েছে। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির জায়গা হবে না, হবে না।’
সরকারকে বিচার ও সংস্কারের রোড়ম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের বলা হচ্ছে, আমরা নাকি নির্বাচন পেছানোর জন্য রাজনীতি করছি। পাল্টাভাবে বলতে চাই, আপনারা বিচার ও সংস্কার পেছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐকমত্য পোষণ করুন। নির্বাচন আমরা করে দিতে সহায়তা করব। ফলে সরকারকে বলব, দ্রুত বিচার ও সংস্কারের রোড়ম্যাপ ঘোষণা করতে হবে।’
জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিজেরাই দল গঠন করে জনগণের কাতারে আসছেন উল্লেখ করেন এনসিপিপ্রধান বলেন, ‘প্রধান উপদেষ্টা, অন্য উপদেষ্টারা এবং সেনাপ্রধান তারা প্রত্যেকে কমিটমেন্ট দিয়েছিলেন। মানুষের জানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন। এই কমিটমেন্ট থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না। জনগণের সঙ্গে কিন্তু তাদের দাঁড়াতে হবে। তাহলে আমরা কড়ায় গন্ডায় জবাবদিহি নেব বিচার কতটুকু হলো, সংস্কার কতটুকু হলো। রাজনৈতিক দলগুলো যদি নির্বাচনের জন্য এত তাড়াহুড়ো করে, তাহলে ভোট চাইতে গেলে কিন্তু জবাবদিহি তাদের দিতে হবে। ঐকমত্য ধরে রাখতে হবে। আমরা কেউ নির্বাচনের বিরুদ্ধে না। নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা নিজেরাও রাজনৈতিক দল গঠন করেছি।’
দলের সদস্যসচিব আখতার হোসেন বলেন, ‘গত জুলাই-আগস্টে যারা আমাদের ভাইদের হত্যা করেছে, চাপাতি দিয়ে খুন করেছে, আমরা যেন তাদের বিচার দেখে যেতে পারি। এই খুনের নির্দেশদাতা শেখ হাসিনা ভারতে বসে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। সরকারকে আহ্বান জানাব, শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দ্রুত বিচার করতে হবে। কোনো প্রকার ছলচাতুরীর মাধ্যমে শুধু নির্বাচন করে সংস্কার ও বিচারের যে দাবি সেই দাবি থেকে জনতাকে পিছপা করা সম্ভব নয়।’
আহতদের পক্ষ থেকে আশিক শাহরিয়ার শাফী বলেন, ‘আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব, যাতে খুনি হাসিনার বিচার দ্রুত করতে পারব। কোনো ফাঁদে পা দেব না। কোনো মবে যোগ দেব না। আমরা কোনো বিশৃঙ্খলায় যোগ দেব না