
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল ছলিমপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সাত শতাধিক মানুষ অংশ নেন।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল পাঁচটা থেকে মাগরিব পর্যন্ত জঙ্গল ছলিমপুরের হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু জামে মসজিদ প্রাঙ্গনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার। প্রধান বক্তা ছিলেন, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুবউদ্দিন শিবলী, সলিমপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মহিউদ্দিন চৌধুরী।
এতে সঞ্চালন করেন জামায়াতে ইসলামী জঙ্গল ছলিমপুর সাংগঠনিক ইউনিয়নের সভাপতি আ ন ম মুহিবুল্লাহ। এতে বক্তব্য রাখেন ১ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম।
বক্তারা বলেন, জামায়াতে ইসলামী আত্মমানবতার সেবায় নিয়োজিত একটি সংগঠন। যুগ যুগ ধরে এ সংগঠন মানুষের কল্যাণে, দেশের ৬৪ জেলায় ইসলাম প্রচারের কাজ করে আসছে। দ্বীন ইসলামের সম্প্রসারণে, বাতিলের শত আঘাতেও সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে এই সংগঠন। এ দেশের লাখে দিশেহারা, পথভ্রষ্ট, নেশাগ্রস্ত যুবকদের কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার মাধ্যমে সঠিক দিশা দিচ্ছে এই সংগঠন। একটি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে জামায়াত কাজ করে যাচ্ছে। জামায়াত শুধু একটি সংগঠন নয় উত্তম চরিত্র গঠন ও দেশ প্রেমের অন্যতম শিক্ষা কেন্দ্র।