জাতীয়তাবাদী তরুণদলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে প্রস্তুতি সভা

আগামী ২১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে চট্টগ্রামে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগস্ট ) বিকাল ৩টা ৩০ মিনিটে নগরীর নাসিম ভবনস্থ চট্টগ্রাম মহানগর বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম মহানগর তরুণদলের আহ্বায়ক এডভোকেট আবু হানিফের সভাপতিত্বে সদস্য সচিব মোঃ ওমর কাইয়ুম এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি লায়ন রাসেল মির্জা। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় তরুণদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান হেলাল।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান (সাঈদ), ব্রাহ্মণবাড়িয়া জেলা তরুণদলের সাধারণ সম্পাদক আরাফাত আহমেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা তরুণদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদীন ও সাবেক সাধারণ সম্পাদক তাহের সিকদার, চট্টগ্রাম উত্তর জেলা তরুণদলের আহ্বায়ক নাহিদুল ইসলাম ফয়সাল ও সদস্য সচিব শরিফ হোসেন মাসুদ।

এছাড়া বক্তব্য রাখেন মহানগর তরুণদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন মুসলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসাইন, মিজানুর রহমান, রোকোন উদ্দিন, আশরাফুল ইসলাম, মাহাবুব আলম, মোশারফ হোসেন, জাহেদুল ইসলাম মোরশেদ, এড. আজিজুল হাকিম সায়েম, কানু বাবু কর্মকার, তারেক আজম, হাসানসহ নগর, উত্তর ও দক্ষিণ জেলা, থানা ও উপজেলা নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। তারা আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় ও ঐতিহাসিক করে তুলতে সর্বাত্মক ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। সভায় থানা ও ওয়ার্ড পর্যায়ে প্রচার-প্রচারণা, আলোচনা সভা, র‍্যালি, গণসংযোগসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণের ঘোষণা দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তি: