
নাজিম উদ্দিন, পেকুয়া :
কক্সবাজারের পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্ব ভারুয়াখালী এলাকায় দুর্বৃত্তরা গভীর রাতে পানের বরজে তাণ্ডব চালিয়েছে। শনিবার (২৩ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী রুহুল কাদের মেস্ত্রী অভিযোগ করে জানান, পূর্ব শত্রুতা ও জায়গা দখল বিরোধের জেরে এ তান্ডব চালানো হয়েছে। তিনি পেশায় কাঠ মিস্ত্রি হলেও শখ ও জীবিকার আশায় প্রায় সাত শতক জমিতে পানের চাষ করেছিলেন।
রুহুল কাদের বলেন, প্রায় ২০ দিন আগে পাহাড়ের টিলায় (বনবিভাগের সংরক্ষিত জায়গা) সাত শতক জায়গায় পানের বরজ তৈরি করি। ইতোমধ্যে পান বিক্রির উপযোগী হয়েছিল। কিন্তু গভীর রাতে দুর্বৃত্তরা বরজে তান্ডব চালিয়ে চারা উপড়ে ফেলে দিয়েছে। এতে আমার লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এখন আর সময় নেই পুনরায় বরজ করার, চোখে অন্ধকার দেখছি।
তিনি অভিযোগ করেন, একই এলাকার রাব্বানী পাড়ার মুহাম্মদ কালুর পুত্র শাহেদ নামের এক ব্যক্তির সঙ্গে জায়গা নিয়ে বিরোধ চলছিল। বরজ তৈরি করার সময় শাহেদ একাধিকবার বাধা দিয়ে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। তারই জেরে এই নিষ্টুর তান্ডব চালানো হয়েছে বলে দাবি করেন রুহুল কাদের।
ভুক্তভোগীর আরও দাবি, জায়গাটি পৈত্রিক সূত্রে প্রাপ্ত এবং গত ৫০ বছর ধরে তাদের ভোগদখলে রয়েছে। অথচ শাহেদ জায়গাটি কেনা বলে দাবি করে জবরদখলের চেষ্টা করছে। ঘটনার পর তিনি স্থানীয় ইউপি সদস্য মুহাম্মদ ইউনুসকে অবহিত করলে তিনি গ্রাম পুলিশ পাঠান।
স্থানীয়রা বলেন, জায়গা নিয়ে বিরোধ থাকতে পারে, তবে কারও ফসলি জমি ও পানের বরজ নষ্ট করা অন্যায়।
এ বিষয়ে ইউপি সদস্য মুহাম্মদ ইউনুস বলেন, রাতের আঁধারে কে বা কারা বরজ নষ্ট করেছে তা সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে জায়গা নিয়ে বিরোধ রয়েছে।