
রেজাউল করিম: পেকুয়া( কক্সবাজার) :
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়ন যুবদলের উদ্যোগে দেশনেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) বিকালে টইটং হাজীবাজারস্থ যুবদলের কার্যালয়ে এ আয়োজন সম্পন্ন হয়।
ইউনিয়ন যুবদল নেতা এম. মিজানুর রহমান বাবু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও টইটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেড. এম. মোসলেম উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবুল কাশেম নূরী, টইটং ইউনিয়ন ওলামাদলের আহবায়ক মৌলভী সাইফুল আজম, টইটং ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক ইউপি সদস্য নুরুচ্ছাফা,৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি সদস্য মসুজুল হক, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. কাইছার মোহাম্মদ ইলিয়াস (রুকন),সাধারণ সম্পাদক মো. আব্দুল জব্বার,৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, ইউনিয়ন ওলামাদলের সদস্য সচিব হাফেজ আশেক এলাহী। এছাড়াও টইটং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু তাহের, এ.এইচ.এম শহীদ, এম.এ রহিম, আব্দুল গফুর, আবু বক্কর, এনামুল হক, রহমত উল্লাহ, শাহাদত মাঝি, সাজ্জাদ, শাহাদাত, আব্দুল্লাহ, বক্কর, রুবেল, ইসমাঈল, সোহেল, নুরুচ্ছফা, আনছার, ছৈয়দুল আলম, সালাহ উদ্দিন, নাজিম, কবির, জোবাইর, তোফায়েল, আলমগীর, আনছার, ফারুক, মেহের আলী, তারেক, জহিরসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
খতমে কুরআন পরিচালনা করেন,স্থানীয় আহলিয়া বালিকা মাদ্রাসা খতিব মাওলানা ইব্রাহীম, ইমাম ও খতিব, তসবিহ-তাহলিল পরিচালনা করেন, মাওলানা মুজিবুল্লাহ,মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা ক্বারী কামাল হোসাইন, শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানের শেষে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। নেতাকর্মীরা তাঁর দ্রুত রোগমুক্তি কামনা করে বলেন, তিনি সুস্থ হয়ে আবারও দেশের মানুষের পাশে দাঁড়াবেন—এটাই সবার প্রত্যাশা। তাঁর সুস্থতার জন্য উপস্থিত সকলেই গভীর মমতা, ভালবাসা ও শ্রদ্ধার সাথে দোয়া প্রার্থনা করেন।










