পেকুয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৬ বসতবাড়ি

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি:

 

কক্সবাজারের পেকুয়া উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬টি পরিবারের বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের এবাদুল্লাহ পাড়ায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মনির আহমদের পুত্র সাইফুল ইসলামের ঘর থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে সাইফুল ইসলামের ভাই রাহামত উল্লাহ ও নাছির উদ্দিন, ইউসুফ আলীর প্রতিবন্ধী পুত্র আবু তাহের, স্বামী পরিত্যক্ত মুর্শেদা বেগম এবং চাঁদ মিয়ার পুত্র ছৈয়দ নুরের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত সাইফুল ইসলামের স্ত্রী নাছিমা বেগম বলেন,“দুপুরে হঠাৎ আমার ঘরে আগুন লাগে। কয়েক মিনিটের মধ্যেই আগুন সব ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না। এলাকার লোকজন চেষ্টা করলেও আগুন নেভানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি।” এ বিষয়ে মগনামা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বদিউল আলম বলেন,”ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি ৬টি পরিবারের ঘরই সম্পূর্ণ পুড়ে গেছে। রাস্তার কাজ চলমান থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।” তিনি আরও জানান, সরকারিভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কম্বল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।