তারেক রহমানকে স্বাগত জানাতে আসলাম চৌধুরীর নেতৃত্বে ২০ হাজার নেতাকর্মী ঢাকায়

আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)প্রায় ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। আর তার আগমন ঘিরে সারাদেশের মতো চট্টগ্রামের সীতাকুণ্ড তথা চট্টগ্রাম-৪ আসন থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরীর নেতৃত্বে ২০ হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী রাজধানীতে পৌঁছেছে। এছাড়াও আজ বুধবার রাতেও আরও পাঁচ হাজার নেতাকর্মী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বুধবার সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক সভাপতি মোহাম্মদ মোরসালিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীতাকুণ্ড উপজেলার ৯০টি ওয়ার্ড, নগরের পাহাড়তলী, আকবরশাহ থানাধীন দুটি ওয়ার্ডসহ সংসদীয় এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় ২০ হাজার নেতাকর্মী ইতিমধ্যেই ঢাকায় পৌঁছেছে। আজ রাতে আরও অন্তত পাঁচ হাজার নেতাকর্মী রাজধানীর উদ্দেশ্যে রওয়ানা হবে।

জানা যায়, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর নেতৃত্বে সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এবং নগরের আকবরশাহ, পাহাড়তলী, পাঁচলাইশ থেকে গত সোমবার থেকে নেতাকর্মীরা প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রেন, বাস, মোটরসাইকেল যোগে ঢাকায় গেছেন। গতকাল মঙ্গলবারও সকাল থেকে বিভিন্ন সময়ে নেতাকর্মীরা দল বেঁধে ঢাকায় রওয়ানা হন। সবচেয়ে বেশি আজ বুধবার সকালে সীতাকুণ্ড বাজার থেকে ৩০টি বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

এছাড়াও অন্তত ১০০টি প্রাইভেটকার নিয়ে নেতাকর্মীরা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। আজ সারাদিন বাস, মাইক্রোবাস, মোটরসাইকেল, কার যোগে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ছাড়াও জাতীয়তাবাদী মহিলা দল,শ্রমিকদল, কৃষকদল, তাঁতীদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রয়েছে।

ঢাকায় অবস্থান করা সীতাকুণ্ড বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহরুল আলম জহুর বলেন, আসলাম চৌধুরীর নেতৃত্বে ও সার্বিক তত্ববধায়নে আমরা গত সোমবার দিনে ঢাকা এসে পৌঁছি। সোমবার, মঙ্গলবার, বুধবার তিন দিন ধরে নেতাকর্মীরা ট্রেন, বাস, মোটরসাইকেল, মাইক্রোবাস নিয়ে আসছেন। আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ ১৮ বছর পর স্বদেশ প্রত্যাবর্তণ করছেন। এই আনন্দে সারাদেশের মানুষ ভাসছে। নেতাকর্মীরা তাকে বরণ করে নিতে এবং একনজর দেখতে উন্মুখ হয়ে আছে। তাই সবাই ব্যক্তিগত কাজ ফেলে দুই দিন, তিনদিন আগেও ঢাকায় চলে এসেছেন। তাদের চোখে-মুখে উচ্ছাস আর আনন্দের ছাপ।