
সীতাকুণ্ড প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সাংবাদিকদের মধ্যে অনৈক্য-দ্বন্দ্ব দীর্ঘ দিন ধরেই প্রকাশ্যে পরিলক্ষিত হয়ে আসছে। নানা আলোচনা, সমাঝোতার পরেও একই ছাদের নিচে আসতে পারেনি এ উপজেলায় কর্মরত সাংবাদিকরা। মিরসরাই শব্দের বানানের পার্থক্য করে আলাদা দুটি প্রেস ক্লাবসহ অন্য একটি সাংবাদিক সংগঠনও সক্রিয়ভাবে কাজ করে আসছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পাঞ্চল সমৃদ্ধ এ উপজেলায়। তবে সবাই ঐক্যবদ্ব হতে না পারলেও মিরসরাই প্রেস ক্লাবের একাংশ ও দীর্ঘ দিন সাংবাদিক সংগঠনের বাইরে থাকা একটি অংশ মিলিত হয়ে নতুন নাম মিরসরাই উপজেলা প্রেস ক্লাব হিসেবে যাত্রা শুরু করেছে সাংবাদিকরা।
২৮ জানুয়ারি দুপুরে মিরসরাই উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এক সম্মেলনে মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি ঘোষণা করেন সাংবাদিকরা। এতে দৈনিক সমকালের মিরসরাই প্রতিনিধি বিপুল দে’কে সভাপতি ও দৈনিক মানবকন্ঠের মিরসরাই প্রতিনিধি নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়। একইসাথে আগামী ১ সপ্তাহের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়েছে। সম্মেলনে সিনিয়র সাংবাদিক বিশ্বজিত পালের সভাপতিত্বে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাইয়ের সংসদ সদস্য, সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. ইসমাইল খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য বেণু কুমার দে, দৈনিক আজাদীর ফিচার সম্পাদক প্রদীপ দেওয়ানজী, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ দৈনিক পূর্ব দেশ পত্রিকার সহ সম্পাদক দেব দুলাল ভৌমিক, মিরসরাই কলেজের সাবেক উপাধ্যক্ষ আতিকুর রহমান।
অনুষ্ঠানে দৈনিক জনকণ্ঠের মিরসরাই প্রতিনিধি রাজীব মজুমদার এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. জামশেদ আলম, মিরসরাই পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার, মিরসরাই স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, প্রেস ক্লাব একাংশের সাবেক সভাপতি মাহবুবুর রহমান পলাশ, নয়ন কান্তি ধুম, রাজু কুমার দে, প্রথম আলোর প্রতিনিধি ইকবাল হোসেন, মানবজমিনের প্রতিনিধি আনোয়ারুল হক নিজামী, একুশে পত্রিকা’র প্রতিনিধি এম কে মনির, বাংলা টিভির মিরসরাই প্রতিনিধি দিদারুল আলম, মোহনা টিভির মিরসরাই প্রতিনিধি কামরুল ইসলাম, সময়ের নিউজ পত্রিকার ফারহান সিদ্দিক, ইনকিলাবের ইমাম হোসেন, দৈনিক বাণিজ্য প্রতিদিনের কমল পাটোয়ারী, দৈনিক আজকের জনবাণী পত্রিকার তুষার ভূঁইয়া, স্বদেশ প্রতিদিনের জাবেদ হোসেন, স্বদেশ বিচিত্রার অজয় কুমার দাশ, প্রমুখ। মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সাথে একাত্মতা পোষণ করে যোগ দেন সমকাল, প্রথম আলো, যুগান্তর, আজাদী, বণিক বার্তা, ভয়েজ অব আমেরিকা, জনকন্ঠ, মানবজমিন, একুশে পত্রিকা, মানবকন্ঠ, সকালের সময়, স্বদেশ প্রতিদিন সংবাদ, ইনকিলাব, সুপ্রভাত বাংলাদেশ, নয়া পয়গাম, স্বদেশ বিচিত্রা, লাল সবুজের বাংলাদেশ, খবরপত্র, সময়ের নিউজ, বিজয় টিভি, বাংলা টিভি, এশিয়ান টিভি, মোহনা টিভি, যমুনা টিভি, সি-প্লাস টিভি, কিউ টিভি, নিউজ নাউ মহানগর নিউজ, দৈনিক বায়ান্ন, সকালের কন্ঠ পত্রিকার প্রতিনিধিগণ।