ফারহান সিদ্দিক, সীতাকুণ্ড প্রতিনিধিঃ সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের দক্ষিণ ঘোড়ামরা ৩ নং ওয়ার্ডস্থ জেলে পাড়ায় মধ্য রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৯ টি বসতঘর। প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কুমিরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ২৯ জানুয়ারি দিবাগত রাত আড়াইটায় এ ঘটনা ঘটে। জানা যায়, দক্ষিণ ঘোড়ামরা জেলে পাড়া এলাকায় গভীর রাতে হঠাৎ আগুন লাগে। এসময় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের উত্তাপ এতোই বেশি ছিল যে জেলেদের ৯ টি বসতঘর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার প্রত্যক্ষদর্শী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানী একুশে পত্রিকাকে বলেন, গভীর রাতে আগুনের ঘটনায় চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিপদগ্রস্ত হয়ে জেলে পাড়ার লোকজন ছোটাছুটি করতে থাকে। খবর পেয়ে আমরা কয়েকজন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোসহ জান-মাল উদ্ধার তৎপরতা চালাই। ফায়ার সার্ভিস আসলেও আগুনের উত্তাপ বেশি থাকায় দ্রুত আশেপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে ৯ টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ৯ টি ঘরে ২০ টি পরিবার বসবাস করে আসছিল। কুমিরা ফায়ার সার্ভিস জানায়, আগুনে ৯ টি বসতঘর পুড়ে গেছে। আমাদের ১ টি ইউনিট প্রায় ২ ঘন্টারও বেশি চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। আমরা সময়মতো না পৌঁছালে আগুন আরও এলাকায় ছড়িয়ে পড়ত। প্রাথমিকভাবে বিদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। তবে এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।