স্পিকারের দায়িত্ব পালনে শহিদ এমপিকে সংবর্ধনা

মৌলভীবাজার জেলা প্রতিনিধি: স্পিকার হিসেবে দায়িত্ব পালন করায় সাবেক চীফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি (শ্রীমঙ্গল- কমলগঞ্জ) বাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সকল শ্রেনী পেশার মানুষ। অদ্য রোজ শনিবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল মিশন রোডস্থ এমপির নিজ বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল কমলগঞ্জের আওয়ামী লীগের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ। প্রসঙ্গত, ১৯৯১ সাল থেকে গত সংসদ নির্বাচন পর্যন্ত তিনি (কমলগঞ্জ শ্রীমঙ্গল) ৩ আসনে অপ্রতিদ্বন্দ্বি প্রার্থী হিসেবে ৬ বারের মত বিজয় অর্জন করেছেন। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্বেশ্বরপুর গ্রামের মরহুম আব্দুল বারী সাহেবের ছেলে। ৮ ভাই ৩ বোনের মধ্যে তিনি তৃতীয়। তাঁর ছোট ভাই ইফতেখার আহমেদ বদরুল রহিমপুর ইউনিয়নের স্বর্নপদকপ্রাপ্ত চেয়ারম্যান। একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে প্রশ্ন, জিজ্ঞাসা ও উত্তর, জরুরী জন-গুরুত্বপূর্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি ৭১), কমিটি পূনর্গঠন, আইন প্রণয়ন কার্যাবলী এবং রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।