
নিজস্ব প্রতিনিধি: সেভ দ্য চিলড্রেন এর সহযোগীতায় ইপসা প্রয়াস-২ প্রকল্পাধীন আরবান কমিউনিটি ভলান্টিয়ারদের করোনা প্রতিরোধে সপ্তাহব্যাপী ” বিশেষ প্রচারণা “র দ্বিতীয় দিন (২৭/০১/২০২২) চসিক ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোঃ নুরুল আলম মিয়া ‘র নের্তৃত্বে সংশ্লিষ্ট ওয়ার্ডের আরবান কমিউনিটি ভলান্টিয়ারগণ এলাকার কমিউনিটি, বাজার, অফিস, ক্ষুদ্র শিল্প কারখানায় মাস্ক বিতরণ, লিফলেট, হ্যান্ড মাইকিং সহ জনসচেতনতামূলক নানাবিধ কর্মসূচি পালন করেন। একইসাথে চসিক এর গৃহীত সিদ্ধান্ত মোতাবেক পলিথিন জাতীয় দ্রব্য বিক্রয়, বিপনন ও ব্যবহার না করার জন্য জোর প্রচারণা চালান।
পড়েছেনঃ ৯৪