“ও বি আর নেহি আয়েগা” একরামুল করিম চৌধুরীকে ইঙ্গিত করে জেলা আওয়ামীলীগ আহবায়ক খায়রুল আনম চৌধুরী সেলিম

মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ সুবর্নচর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ৫নং চর জুবিলী ইউনিয়নে নৌকা মার্কা নিয়ে চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোহাম্মাদ হানিফ চৌধুরী’র নির্বাচনী পথসভা ও অফিস উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা আওয়ামীলীগ আহবায়ক ও সুবর্ণচর উপজেলা চেয়ারম্যান খায়রুল আনম চৌধুরী সেলিম নোয়াখালী ৪ (সদর-সুবর্ণচর) সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে ইঙ্গিত করে বলেন, “ও বি আর নেহি আয়েগা, ঐ কারবার শ্যাষ, একটি কুচক্রী মহল এগ্যাইন করের এসব চোদর বোদর করি লাভ আইতোনো”। রবিবার (৩০) জানুয়ারী চর জুবলী ইউনিয়নের হারিছ চৌধুরী বাজারে জুবলী চত্তরে পথ সভার আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন। এসময় বিশেষ অতিথির বক্তব্যে এমপি একরামুল করিম চৌধুরীকে ইঙ্গিত করে কড়া সমালোচনা করেন, নোয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক শিহাব উদ্দীন শাহীন এসময় তিনি বলেন, “অডিও বক্তব্য ফাঁস হবার পরে তিনি নিজ থেকে আওয়ামীলীগে থাকার কোন অধিকার নাই,যে লোক ৩০ লক্ষ টাকার রিন খেলাপি ছিলো আজ সে কি করে ৩০ হাজার কোটি টাকার মালিক হলেন? কোথায় স্বর্ণের খনি পেয়েছেন, কোথায় রাজ পরিবার আপনার, আপনি- আপনার পরিবার ১৫ টি জাহাজের মালিক হয়েছেন এ টাকা আপনি কোথায় পেয়েছেন? আপনি কি জিনিস ৩০ সেপ্টেম্বর প্রমান হয়ে গেছে, ৩০ সেপ্টেম্বর নতুন কমিটি ঘোষনার পর একটি মোশা মাছিও আপনার জন্য ওহ বলে নাই। নোয়াখালীতে নগদ চৌধুরীর, ১০% চৌধুরীর কোন ঠিকানা নাই”। বিশেষ অতিথির বক্তব্যে নোয়াখালী জেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও নোয়াখালী পৌরসভা মেয়র শহীদ উল্যাহ খান সোহেল বলেন, “নৌকা প্রার্থীকে পরাজিত করতে একটি মহল কাজ করছে, বড় বড় বক্তব্য দিয়ে লাভ নেই, নোয়াখালী এবং সুবর্ণচরের উন্নয়ন করছে ওবায়দুল কাদের, জনগণ এখন সচেতন জনগণকে বোকা বানানো সম্ভব নয়”। এসময় নোয়াখালী ৬ (হাতিয়া) সাবেক সংসদ সদস্য হাতিয়া আওয়ামিলীগ সভাপতি মোহাম্মদ আলী বলেন, আপনারা তাকে চিনেছেন এখন, আমি আরো আগে চিনেছি, সে বড় শয়তান, সে হাতিয়াও খেতে চেয়েছে আমি খেতে দেয়নি। পথসভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামিলীগের সদস্য আবদুল ওয়াদুদ পিন্টু, ডাক্তার আব্দুর রব, মিয়া মোহাম্মদ শাহজাহান, কামাল উদ্দিন, চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ হানিফ চৌধুরী সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ এর নেতৃবৃন্দ। এসময় জনগণের কাছে অতিথিরা নৌকার পক্ষে ভোট চান। উল্লেখ্য, আগামী ১০ ফেব্রয়ারী সুবর্ণচর উপজেলার চর জুবলী এবং চর জব্বার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।