বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত

বানিয়াচং, প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৭নম্বর বড়ইউড়ি ইউনিয়ন পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। (৩ ফেব্রুয়ারি)বৃহস্পতিবার দুপুরে সংশ্লিষ্ট ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ফরিদ আহমেদের সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের প্রথম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ -২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান। প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খান বলেন,স্হানীয় ইউনিয়ন পরিষদ(ইউপি)নির্বাচনে এলাকার মানুষ অনেক আশা নিয়ে মূল্যবান ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করেন। এজন্য জনগনের সেবার মনোভাব নিয়ে সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে জনপ্রতিনিধিদের যথাযথভাবে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানান তিনি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী প্রমুখ। উক্ত সভায় দলীয় এবং স্হানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।