নরসিংদীতে পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধি : বৃহস্পতিবার ৩ ফেব্রুয়ারি ২০২২ পুলিশ লাইনস্ ড্রীল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার, নরসিংদী কাজী আশরাফুল আজীম, পিপিএম। সভায় জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন এবং পুলিশ সুপার তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি বিভিন্ন সমস্যা সমাধানের নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন। পুলিশ সুপার তার বক্তব্যে সকলকে পেশাদারিত্বের সাথে কাজ করার আহ্বান জানান। শৃঙ্খলা বজায় রেখে দেশপ্রেমিক পুলিশ সদস্যরা দেশ ও জনগণের সেবায় নিবেদিত থাকবে সে প্রত্যাশা ব্যক্ত করেন পুলিশ সুপার, নরসিংদী। পাশাপাশি পুলিশ সদস্যদের কল্যাণের বিষয়টিও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে বলে তিনি জানান। সাহসী ও বুদ্ধিদীপ্ত ভূমিকার ফলশ্রুতিতে অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার, ডাকাত গ্রেফতার ও হত্যা মামলার আসামী গ্রেফতার, ওয়ারেন্ট নিষ্পত্তি, মামলা নিষ্পত্তি, দাপ্তরিক কার্যক্রম সঠিকভাবে সম্পাদনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখায় দায়িত্বশীল ভূমিকা, পেশাদারিত্ব ও কর্মস্পৃহার জন্য প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), অফিসার ইনচার্জ, মাধবদী, পলাশ, ওসি, ডিবি, ইন্সপেক্টর (তদন্ত), মাধবদী ও পলাশ থানা, ইনচার্জ, শেখেরচর পুলিশ ফাঁড়ী, ইনচার্জ, ডি-স্টোর/সি-স্টোর, এসআই (নিঃ) ১৫ জন, এসআই (সঃ) ৩ জন, সার্জেন্ট ২জন, এএসআই (নিঃ) ১০ জন, কনস্টেবল ১জন, রিডার সহকারী, নরসিংদীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়া আরআরএফ ঢাকা হতে জরুরি ডিউটিতে নরসিংদী জেলার আলোকবালি ও সোবাহানপুর অস্থায়ী ক্যাম্পে কর্মরত থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখায় দায়িত্বশীল ভূমিকা পালন করায় ৪জন কনস্টেবল-সহ সর্বমোট ৪৫জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়াও উক্ত কাজের স্বীকৃতি স্বরূপ অতিরিক্ত পুলিশ সুপার ২জন, পুলিশ পরিদর্শক ৯জন, এসআই ৩৯জন, এএসআই ৩৭জন, নায়েক ৩জন, কনস্টেবল ১৪৭, সিভিল স্টাফ ৬জনকে আর্থিক পুরস্কার বাবদ সর্বমোট ২৪৬ জনকে ২,৬০,৫০০/- (দুই লক্ষ ষাট হাজার পাঁচশত) টাকা নগদ ও চেকের মাধ্যমে প্রদান করা হয়। সভায় নরসিংদী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ যায়েদ শাহরীয়ার।